শায়লা জাহানঃ
একটি ঘরের অভ্যন্তরকে নান্দনিকভাবে আকর্ষনীয় করার জন্য প্রয়োজন নির্বাচিত সজ্জা উপাদানের সঠিক ব্যবহার। কার্পেট সেই উপাদানগুলোর মধ্যে একটি। খুব শৈল্পিকতার সাথে এগুলো তৈরি হয় বলে দেখতে যেমন সুন্দর, তেমনি এই ঠান্ডা আবহাওয়ায় পায়ে এক উষ্ণতার পরশ এনে দেয়। কার্পেট ব্যবহারের আরেকটি বড় সুবিধা হলো এর মাধ্যমে তুমি খুব সহজেই ছোট যেকোন রুমকে আরও বড় দেখাতে পারো। হোক সেটা ওয়াল-টু-ওয়াল ব্রডলুম অথবা ছোট এরিয়া রাগ বা ছোট কার্পেট, সঠিকটি তোমার রুমকে আরও বড় বোধ করতে সাহায্য করতে পারে। আর এই সংক্রান্ত কিছু টিপস দিয়ে আজকের লেখা সাজানো হয়েছে।
-বড় এরিয়ার কার্পেট যেকোন রুমেই সংযোজন করলে মেঝেতে একধরনের ধারাবাহিকতা প্রদান করে যা স্থানটিকে আরও বড় বোধ করতে সাহায্য করতে পারে। এই ওয়াল-টু-ওয়াল কার্পেট রোলাকৃতি করে আসে এবং এই রোলগুলো প্রায়শই ১২ ফুট প্রস্থে আসে। রুমের মেঝের জন্য সঠিকটি বেছে নেয়ার জন্য মেঝের পরিমাপ ভালোভাবে নিয়ে সেই অনুযায়ী কার্পেট বেছে নাও।
-ঘরকে বড় দেখাতে সাহায্য করার জন্য একটি এরিয়া রাগ ব্যবহার করার মূল চাবিকাঠি হল সঠিক আকার ব্যবহার করা। এরিয়া রাগ বা ছোট কার্পেট দ্বারা পছন্দনীয় জায়গাগুলোতে ফোকাস করার সর্বোত্তম উপায়। তারা চোখে পড়ার মতো প্রচুর ভিজ্যুয়াল ফোকাল পয়েন্ট সরবরাহ করে। রাগ গুলোর সাহায্যে মেঝেতে অনেকগুলো ক্যারেক্টার যুক্ত করা যায়, যার ফলে স্থানটিকে আরও প্রশস্ত বলে মনে হয়।
-হালকা রঙ একটি ঘরকে গাঢ় রঙের চেয়ে উজ্জ্বল দেখায় এবং প্রশস্ত বোধ করায়। এর মানে এই নয় যে সব জায়গায় সাদা বা অফ-হোয়াইট কার্পেট বসাতে হবে। পুরো স্থান জুড়ে তোমার প্রিয় রঙের হালকা টোন ব্যবহার করা স্থানটিকে দৃশ্যত প্রসারিত করতে সহায়তা করে। এছাড়াও, হালকা রঙগুলো গাঢ় রঙের চেয়ে বেশি সূর্যালোক বা কৃত্রিম আলো প্রতিফলিত করে। তাই স্থানের বর্ধিত আলো আরও খোলা অনুভূতিতে অবদান রাখে।
-মেঝে আচ্ছাদন ঘরের সাজসজ্জার একটি গুরুত্বপূর্ন উপাদান এবং তা ঘরের সামগ্রিক অনুভূতিতে একটি বড় প্রভাব ফেলতে পারে। তুমি যদি তোমার যে কোন আকারের কার্পেটে প্যাটার্ন রাখতে চাও, তবে নিশ্চিত করো যে প্যাটার্নের আকারটি ঘরের আকারের সাথে যথাযথভাবে মাপানো হয়েছে। উদাহরণস্বরূপ, একটি ছোট কক্ষ যেখানে প্রচুর আসবাবপত্র নেই, সেখানে বড় প্যাটার্ন সম্বলিত কার্পেট দেয়া যেতে পারে। আবার যখন আসবাবপত্রে আবদ্ধ একটি বড় এলাকা থাকে সেখানে ছোট প্যাটার্নের প্রয়োজন হতে পারে।
-আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনাররা একটি ঘরকে বড় দেখাতে প্রায়ই একটি কৌশল অবলম্বন করে, আর তা হল ডেকোরে স্ট্রাইপ লাগানো সজ্জা উপকরণের ব্যবহার। তুমি যদি তোমার ঘরকে আরও বড় এবং সজ্জাটিকে আরও ক্লিন দেখাতে চাও তবে এটিতে স্ট্রাইপযুক্ত কার্পেট যোগ করতে পারো।
-বৃত্তাকার রাগ বা ছোট কার্পেট একটি ঘরকে বড় দেখানোর আরেকটি আকর্ষনীয় উপায়। এটি ঘরে আরেকটি আয়তক্ষেত্র যোগ করবেনা এবং সুন্দরভাবে তোমার আসবাবের মধ্যে একটি সংযোগ তৈরি করবে। সাধারণত, অড-শেপড পাটি একটি ঘরের সজ্জায় নতুন চরিত্র চিত্রায়ণে একটি দূর্দান্ত উপায়।
কার্পেটের যত্ন
শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য কার্পেট পাতলেই হয়না, তার যত্নও নিতে হয়। এতে সহজেই কিন্তু ধুলাবালি জমে যায়। তাই প্রতিদিন কার্পেট ব্রাশ করা প্রয়োজন। সপ্তাহে একদিন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভালোভাবে এটা পরিষ্কার করা উচিৎ। মাঝে মাঝে সম্ভব হলে তা কড়া রোদে দেয়া ভালো। ওয়াশ করার প্রয়োজন মনে হলে তা লন্ড্রিতে পরিষ্কারের জন্য দেয়া যেতে পারে।
বাড়ির যেকোন ঘরের চেহারা নিমিষে পাল্টে দিতে কার্পেটের জুড়ি মেলা ভার। তাহলে আর দেরি কিসের? ঘরের মাপের সাথে মানানসই কার্পেট বাছাই করো আর মনের মত করে ঘর সাজিয়ে নাও।