নতুন তিন আইফোন লঞ্চ করছে মার্কিন টেক জায়েন্ট অ্যাপল । এদের দুটিতে থাকছে ওএলইডি ডিসপ্লে। অন্যটিতে এলসিডি ডিসপ্লে। ওএলইডি ডিসপ্লে দুটো ৫.৮ ইঞ্চি ও ৬.৫ ইঞ্চির । অপরটিতে ৬.১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১১ টায় মিনিটে ক্যালিফোর্নিয়ার স্টিভ জবস অডিটরিয়ামে উন্মুক্ত হবে নতুন এই তিনটি মডেলের আইফোন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ৫.৮ ইঞ্চির ওএলইডি ডিসপ্লের হ্যান্ডসেটের নাম হতে পারে iPhone Xs। ৬.৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লেটির iPhone Xs Plus। ৬.১ ইঞ্চির এলসিডি ডিসপ্লের নাম হতে পারে iPhone Xc। ইতোমধ্যে, চিনে নতুন আইফোন তিনটির দাম ইন্টানেটে ফাঁস হয়ে গেছে।
iPhone Xs এর দাম শুরু হবে ৭৩৮৮ ইউয়ান (প্রায় ৯০,০০০ টাকা) থেকে। আর প্রিমিয়াম iPhone Xs Plus এর দাম শুরু হতে চলেছে ৮৩৮৮ ইউয়ান (প্রায় ১,০৩,০০০ টাকা) থেকে।
তবে প্রথমবারের মতো আইফোন ডুয়াল সিম ব্যবহারের সুবিধা নিয়ে আসতে। কেবল iPhone Xc মডেলে এই ডুয়াল সিমের ফিচার যোগ করেছে অ্যাপল। তবে, কেবল চিনেই মিলবে ডুয়াল সিমের iPhone Xc।