‘কাচের যুগের ছবি নয় ঊনপঞ্চাশ বাতাস’ তাহলে? সাধারণত সিনেমার স্লোগানে বোঝানো হয় সিনেমাটি কী। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল দর্শকের সামনে উন্মুক্ত করে দিলেন ভাবনার অন্য দিগন্ত। দর্শক নিজেই ঠিক করবেন সিনেমাটি তাহলে কী। এ যেন দর্শকের সিনেমা। আর অয়ন- নিরা এই গল্প নিয়ে হাজির হচ্ছেন বড় পর্দায়।
‘ঊনপঞ্চাশ বাতাস, ইনকমপ্লিট ব্রেথ’ সিনেমায় দুজনেরই প্রথম কাছে আসা, প্রথম রোমান্স।
ঊনপঞ্চাশ বাতাস সিনেমা কেন্দ্র করে রহস্য দিন দিন বাড়ছে। রহস্য দানা বেঁধেছে অয়ন-নিরার চোখেও।
বলা ভালো, এই যে অয়ন তিনি ইমতিয়াজ বর্ষণ। নির্মাতার ভাষ্য, ‘ বর্ষণ হবে লম্বা রেসের ঘোড়া’। এদিকে নিরা রূপে হাজির হয়েছেন শার্লিন ফারজানা। নির্মাতা শার্লিন সম্পর্কে একবাক্যে বলেছিলেন, ‘সে অভিনয়শিল্পী শুধু অভিনেত্রী না’।
ছবি : ওমর ফারুক টিটু
মেকওভার : ভুবন হাওলাদার
রোদসী/আরএস