ইন্দোনেশিয়ার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ট্রউলান। ট্রউলান প্রত্নতাত্ত্বিক স্থানটি জাভা প্রদেশের পূর্বে দিকে অবস্থিত । প্রাচীন এই শহরের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় ১৯ শতকে।
ট্রউলানে আছে প্রাচীন অনেক প্রত্নতাত্ত্বিক স্থাপনা। দুই-তিন স্তরের অবকাঠামো, ইটের ভাঙা দেয়াল, জলাধার, লাল ইটের বানানো প্রাচীন স্থাপনাগুলো দেখা যাবে এখানে। বহু আগের এই ভবনগুলো যেমন সুন্দর নামগুলোও বেশ আকর্ষণীয়।
সৌন্দর্যের ভক্তরা এখানে ভ্রমণে এসে একই সাথে প্রাচীন বৌদ্ধ মন্দির, জলাধার ও ব্যতিক্রমী অবকাঠামোর পাশাপাশি ইন্দোনেশিয়ার অনেক অজানা ইতিহাস কেউ জানার সুযোগ পাচ্ছেন।তবে ট্রউলান নগরীতে ঢুকতেই দেখা মেলে লাল ইটে দিয়ে বানানো বিশাল সদর দরজা যা মন কেড়ে নেবে যে কোন দর্শনার্থীর।
রোদসী/এসআইএস।