শীতের শুষ্ক বাতাস ত্বকের মরা কোষ দিয়ে ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে ফেলে ফলে ব্রণ, ইনফেকশন হওয়ার আশঙ্কা বেড়ে যায়। স্ক্রাবিং এই মরা কোষগুলোকে দূর করে ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে।
ঘরোয়া উপায়ে ত্বকের স্ক্রাবিং-
১। স্বাভাবিক ত্বকের জন্য চন্দন গুঁড়া, তুলসী পাতা ও গোলাপ ফুলের পাপড়ি বাটা নিয়ে গোলাপজল বা দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করো। মুখে লাগিয়ে দুই মিনিট অপেক্ষা কর। এভাবে সপ্তাহে দুই দিন ব্যবহার করো।
২। শুষ্ক ত্বকের জন্য মসুর ডাল, গোলাপ পাপড়ি, তুলসীপাতা বাটা, বাদাম, গুঁড়ো দুধ বা ক্রিমের সঙ্গে মিশিয়ে মুখ ও হাতে ব্যবহার করতে পারো।
৩। তৈলাক্ত ত্বকের স্ক্রাবিং জন্য শুকনো আমলকী ও নিমপাতা গুঁড়া, চন্দন গুঁড়া, লেবুর রস গোলাপ জলে মিশিয়ে ত্বকে লাগাও। শুকিয়ে টান ধরলে পানি ছিটিয়ে দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে ওই আবরণটি তুলে নাও।
বয়ষ্ক ব্যক্তিদের ত্বক পরিষ্কার করতে কমলার খোসা গুঁড়া, চালের গুঁড়া, মধু মিশিয়ে ত্বকে ম্যাসাজ করলে ভালো ফলাফল পাওয়া যায়। এতে ত্বকের বলিরেখা কমে যাবে এবং ত্বকও পরিষ্কার হবে।
রোদসী/ডিআর/আরএস