ব্যারেল প্রতি তেলের দাম, সিরিয়া যুদ্ধ, আইএস, শরণার্থী সমস্যা সব কিছুকে পিছে ফেলে সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের কাছে পরাজিত। ২০১৯ সালের শেষ দিকে প্রথম করোনা ভাইরাসের রোগি পাওয়া যায় চীনে। বিশ্বে প্রথম চীনেই হানা দেয় এই ভাইসায়। বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ লাখ। আর এ ভাইসারে প্রাণ হারিয়েছেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন প্রতিষেধক তৈরি হয়নি। দিন রাত পরিশ্রম করছেন চিকিৎসকরা আক্রান্তদের সুস্থ করতে।
করোনার ভয়াবহতা আর বিস্তার রোধে সারা বিশ্ব আজ স্থবির। থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দেশে দেশে চলছে লকডাউন। তাই জনমানব শূন্য রাস্তাঘাট, স্কুল কলেজ, অফিস। সবকিছু যেন করোনার থাবায় থেমে গেছে। মানুষ আজ গৃহবন্দী। দমবন্ধ লকডাউনে কেমন চলছে বিশ্ব এ নিয়েই আজকের ফটো ফিচার।
ঢাকা,বাংলাদেশ। চলমান লকডাউনে জনশূন্য রাজপথ।
বুয়েনস আইরেস,আর্জেন্টিনা। খালি স্টেডিয়ামে পেশাদার ফুটবল ম্যাচ খেলছে আলিয়ানাজা লিমা এবং রেসিং ক্লাব।
স্পেন,বার্সেলোনা। ৭ বছর বয়সী গালা তার ৬ বছর বয়সী বন্ধুর সাথে কথা বলছে নিজেদের বাসার ছাদ থেকে।
লিসবন,পর্তুগাল। সামাজিক দূরত্বকে সম্মান জানিয়ে মে দিবসের একটি বিক্ষোভে অংশ গ্রহণ।
মক্কা,সৌদি আরব। লকডাউন চলাকালে ৬ মার্চ মুসলিমদের প্রবিত্র স্থান কাবার চিত্র।
আইফেল টাওয়ার,প্যারিস।আইফেল টাওয়ারের পাশের খালি ট্রোকাডেরো প্লাজায় টহল দিচ্ছেন পুলিশ।
মিরপুর,ঢাকা। করোনায় চলমান লকডাউনের মাঝেই নিয়ম না মেনে ত্রাণ নিতে মানুষের ঢল।
পাতায়া,থাইল্যান্ড। জনশূন্য পাতায়ায় সিয়াম থিম পার্ক।
বাগদাদ,ইরাক। বাগদাদে লকডাউনের কারণে একজন ইমাম খালি মসজিদে একা নামাজ আদায় করছেন।
সাংহাই,চায়না। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সাংহাই রেলস্টেশনে মাস্ক আর প্লাস্টিকের ব্যাগে নিজেদের ঢেকে আছেন যাত্রীরা।
ঢাকা,বাংলাদেশ। যথাযত ধর্মীয় নিয়ম মেনে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির কবর দিচ্ছেন পিপিই পরিহিত স্বেচ্ছাসেবীরা।
নয়াদিল্লি,ভারত। রাস্তায় কোন যানবহন না থাকায় রাষ্ট্রপতি ভবনের কাছে একটি বানর ফাঁকা রাস্তা পার হচ্ছে।
নিউ ইয়র্ক,যুক্তরাষ্ট্র। স্থির দাড়িয়ে নিউ ইয়র্কের জনমানবহীন পাতাল রেল।
কেপটাউন,দক্ষিণ আফ্রিকা। দেশটিতে লকডাউনের দ্বিতীয় দিন কেপটাউনের সি পয়েন্ট প্রমিনেডে পার্কে দুলছে শূন্য দোলনাগুলো।
সাওপাওলো,ব্রাজিল। করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত দেহ কবরের জন্য প্রস্তুত ভিলা ফর্মোসা কবরস্থান।
হো চি মিন,ভিয়েতনাম। দেশব্যাপী লকডাউনের পর ১১ মে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। আর ক্লাসের প্রথম দিন এভাবেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাপমাত্রা যাচাই করা হয় ।
নাইস,ফ্রান্স। সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রামওয়ের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাত্রীরা।
দক্ষিণ আফ্রিকা,জোহানেসবার্গ। স্বেচ্ছাসেবীদের ফুড ব্যাংকের অপেক্ষায় নারী।
ঢাকা,বাংলাদেশ। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা।
ব্রিটেন,যুক্তরাজ্য। করোনা ভাইরাসের সময় জন্ম নেওয়া নবজাতকে মায়ের কোলে তুলে দিচ্ছেন চিকিৎসক।
এথেন্সে,গ্রীস। শিক্ষা প্রতিষ্ঠানে লকডাউন ব্যবস্থা সহজ করার প্রথম দিনে মাস্ক আর সামাজিক দূরত্ব মেনে ক্লাস করছে গ্রিসের হাই স্কুলের শিক্ষার্থীরা।
আইলসবারি,ব্রিটেন। রংধনু আঁকার পর জ্যাক ওয়েলার তার বাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছে। সে তার আঁকা ছবির মাধ্যমে সবাইকে ঘরে নিরাপদে থাকার আহবান জানাচ্ছে।
লেখা : সাবিহা জামান শশী
ছবি : ইন্টারনেট
২ মন্তব্য
ভালো হয়েছে আর্টিকেলটা
আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ। রোদসীর সাথে থাকুন।