আহসান উল্লাহ ফোয়াদ,
আমি যে এসেছি
পরন্ত রোদে শাড়ি দিয়ে
পাতায় লুকায়ে বৈশাখে
চৈতার বউ।
চঞ্চলা অথচ নিবিড়
উদ্দীপ্ত তবুও স্থবির।
উঠানে ননদিনী
স্বামীর হাতে ধানের নাড়া
আমি এসে
ভাসিয়ে দিয়েছি অকস্মাতে!
এই যে আমি
নেই কোনো সাড়া
গেরস্তের ব্যস্ততায় তার বেদনা ঢাকা।
দুর্বার অথচ শৃঙ্খল বদ্ধ
চোখে হাজারো অভিযোগ
সম্মুখে সর্বস্ব বাঁধা।
অমি যে এসেছি
বড্ড দেরিতেই
তবুও এসেছি
দিলো না সে সাড়া।
ছবি: সংগৃহীত