ঘরেই বানিয়ে নাও মেকআপ সেটিং স্প্রে

করেছে Shaila Hasan

সাজতে কে না ভালোবাসে? নিখুঁত ও পরিপাটি হয়ে নিজেকে উপস্থাপন করতে সবাই চায়। কিন্তু কিছুক্ষণ বাদেই তা যখন ঘেমে-নেয়ে একাকার হয়ে যায়, এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কি হতে পারে? আর এর সমাধানের জন্য রয়েছে মেকআপ সেটিং স্প্রে। যা তুমি খুব সহজেই ঘরে বসেই তৈরি করে নিতে পারো নিজের সেটিং স্প্রে। আর এমন কিছু ডিআইওয়াই সেটিং স্প্রে’র আইডিয়া শেয়ার করেছেন শায়লা জাহান।

মেকআপের মাধ্যমে নিজেকে নিখুঁত দেখাতে আমরা কতধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি। ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশন, হাইলাইটার আরও কত কি। সাজ দীর্ঘস্থায়ী রাখার প্রয়াসে প্রাইমার আর টাচ-আপের জন্য প্রেসড পাউডার লাগাতেও ভুল হয়না আমাদের। কিন্তু এতো কিছুর পরেও দেখা যায় ঘাম এবং তেল তোমার ফাউন্ডেশনকে গলিয়ে দিতে পারে এবং বিনিময়ে তোমাকে একটি তেলতেলে চেহারা দিতে পারে যা এক বিব্রতকর পরিস্থিতির রুপ দিতে পারে। সেক্ষেত্রে সেটিং স্প্রেগুলো তোমার মেকআপকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখার জন্য বোঝানো হয়, যা প্রায়শই আমরা উপেক্ষা করে থাকি। এটি মেকআপের শেষে মুখের উপর হালকাভাবে ছিটিয়ে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, স্প্রে সেট করা তোমার সমস্ত মেকআপকে দৃঢ়ভাবে জায়গায় রাখতে সাহায্য করে- এটিকে ক্রিজ হওয়া, গলে যাওয়া বা অন্যথায় নষ্ট হওয়া থেকে রোধ করে।

মনে প্রশ্ন জাগতে পারে যে, এটি তো কিনতেই পাওয়া যাবে, বাসায় তৈরি করতে হবে কেন? যে কোনো সচেতন সৌন্দর্যপ্রেমীর বিউটি টুলকিটে সেটিং স্প্রে অবশ্যই থাকবে। কিন্তু প্রচলিত যে সেটিং স্প্রে আছে ক্রেতাদের জন্য তা উপকারের চেয়েও কিন্তু এক মারাত্মক স্বাস্থ্যঝুঁকি উপস্থাপন করে। এসব সেটিং স্প্রে বা মিস্টগুলোতে হার্শ ক্যামিকেল থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এই পণ্যগুলো রাসায়নিক আঠালো দিয়ে তৈরি করা হয় যাতে সেগুলো ত্বকের উপরিভাগে একটি আবরণের তৈরি করে যা তোমার মেকআপকে ঠিক রাখে। দূর্ভাগ্যবশত, এই একই আঠালোভাব তোমার স্কিনের পোরস আটকাতে পারে, ব্রণ সৃষ্টি করতে পারে, ত্বককে শ্বাস নেয়া বা ঘামাতে বাধা দিতে পারে, সময়ের সাথে সাথে যা শুধুমাত্র ক্ষতিতে অবদান রাখে। সেটিং স্প্রেগুলোতে ক্ষতিকারক অ্যালকোহল থাকে যা বারবার ব্যবহার করার সময় ত্বকে বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে, শুষ্কতা, কোষের পুনর্জন্ম হ্রাস এবং ত্বকের পৃষ্ঠের ক্ষয় ঘটায়। ত্বকের এতসব পরিণতি সম্পর্কে চিন্তা করে কেন নিজের সেটিং স্প্রে তৈরি করবেনা? আর এমনই কিছু সহজ উপাদান দিয়ে স্প্রে তৈরির আইডিয়া জেনে নাও।

অ্যালোভেরা সেটিং স্প্রে

অ্যালোভেরা জেল ত্বকের উপরিভাগ ম্যাট এবং তেলমুক্ত রাখতে সাহায্য করে। এটি তোমার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি এবং আর্দ্রতা সরবরাহ করে। এছাড়াও এটি ত্বককে উজ্জ্বল করতে এবং ব্রণ কমানোর জন্যও সুপরিচিত। অ্যালোভেরা সেটিং স্প্রে শুষ্ক ও কম্বিনেশন ত্বকে খুবই ভালো কাজে দেয়। আধা কাপ পানিতে অ্যালোভেরা জেল নাও। এতে চার-পাঁচ ফোঁটা গ্লিসারিন এবং এক-দুই টেবিল চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে নাও। একটি স্প্রে বোতলে মিশ্রণটি ঢেলে কিছুক্ষণ ঝাঁকিয়ে নাও। ব্যস! তোমার সেটিং স্প্রে রেডি।

রোজ ওয়াটার সেটিং স্প্রে

অ্যান্টিঅক্সিডেন্ট এবং কুলিং বৈশিষ্ট্যে পরিপূর্ণ, রোজ ওয়াটার ত্বকের পিএইচ স্তর বজায় রাখে এবং তৈলাক্ততা দূর করে। এই মেকআপ সেটিং স্প্রে সতেজ এবং তৈলাক্ত এবং কম্বিনেশন ত্বকের জন্য উপযুক্ত। রেগুলার ওয়াটারের সাথে গোলাপ জল মিশিয়ে নিয়ে তাতে ভিটামিন ই অয়েল, এসেনশিয়াল অয়েল যোগ করতে হবে এবং তা ভালো করে মিশিয়ে নিলেই হবে। প্রতিবার ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে।

গ্রিন টি সেটিং স্প্রে

গ্রিন টি দিয়ে তৈরি এই পুনরুজ্জীবিত মেকআপ সেটিং স্প্রে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে পরিপূর্ণ। এটি মেকআপকে দীর্ঘস্থায়ী করে এবং ত্বককে সতেজ এবং মসৃণ করে তোলে। ১৫-২০ মিনিটের জন্য ফুটন্ত পানিতে গ্রিন টি ব্যাগগুলো তাতে ডুবিয়ে রাখো। এরপর পানিটি ঠাণ্ডা করে তাতে মিশাও ভিটামিন ই অয়েল যোগ করে ভালোভাবে মিশালেই হয়ে যাবে।

উইচ হ্যাজেল সেটিং স্প্রে

উইচ হ্যাজেল হল এমন একটি উপাদান যা বিভিন্ন টোনার এবং ফেস ওয়াশে ব্যবহৃত হয়। প্রকৃতিতে অ্যান্টি-মাইক্রোবিয়াল, উইচ হ্যাজেল অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। তাজা গোলাপ জলের সাথে জাদুকরী হ্যাজেল নির্যাস মিশিয়ে নাও। এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ঢেলে নাও এবং এটি ব্যবহারের জন্য প্রস্তুত। গোলাপ জল এবং উইচ হ্যাজেল ব্রণ-প্রবণ, তৈলাক্ত এবং পরিপক্ক ত্বকের জন্যও চমৎকার উপাদান, যা এই ডিআইওয়াই সেটিং স্প্রেকে যে কোনো ধরনের ত্বকের জন্য একটি শক্তিশালী বিকল্প তৈরি করে।

ঘরে তৈরি যে কোন স্প্রে’ই ব্যবহার করার আগে এই সমস্ত স্প্রে প্যাচ পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেয়াই ভালো।

-ছবি সংগৃহীত

০ মন্তব্য করো
0

You may also like

তোমার মন্তব্য লেখো

14 − 10 =