বিশ্ব এখন করোনা আতঙ্কে আতঙ্কিত। লকডাউনে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। থেমে গেছে সকল কলকারাখানা আর গাড়ির চাকা। মানুষ এখন গৃহবন্দী অবস্থায়। এমনকি বছরের পবিত্রতম এই রমজান মাসেও ঘরবন্দী অবস্থায়ই দিন কাটাচ্ছে ধর্মপ্রাণ মুসল্লীরা। কেমন চলছে পুরো বিশ্ব এই রমজানে? ছবিতে পুরো বিশ্বজুড়ে করোনার লকডাউনে বিশ্বব্যাপী রমজান পরিস্থিতির ছবি দেখে আসি –
নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। নিউ জার্সির প্যাটারসনের প্যাসাসিক কাউন্টির ইসলামিক সেন্টারের ভিতরে রমজানের এক মধ্যদুপুরে এক রোজাদার ব্যক্তি সেজদায়রত শূন্য মসজিদে।
আলেপ্পো, সিরিয়া। আতারিব শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত লোকেদের একদল স্বেচ্ছাসেবী ইফতার আয়োজনের ব্যবস্থা করে দেয়; তাদের খাবার গ্রহণের একাংশ।
মক্কা, সৌদি আরব। মক্কার কাবা শরীফের সামনে একজন সৌদি রক্ষীবাহিনীর কর্মকর্তা পাহারায়রত। করোনাভাইরাসের কারণে রমজানে মক্কা বন্ধ করে রেখেছিল সৌদি কর্তৃপক্ষ।
জালালাবাদ, আফগানিস্তান। জালালাবাদের এক মসজিদে আফগান ছেলেরা কোরআন পড়ছে তাও সামাজিক দূরত্ব বজায় রেখে।
কাবুল, আফগানিস্তান। কাবুলের এক মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছেন একজন মুসল্লী।
তেহরান, ইরান। রমজানের দিনগুলোতে গরীব লোকেদের ইফতারের আয়োজন সাজিয়ে দিতে সাহায্য করছে এক বাচ্চা।
উপার্তাল, জার্মানি। এক বাংলাদেশি প্রবাসী তার দুই সন্তান এবং নিজের জন্য মসজিদ থেকে বাসা ডেলিভারির আওতায় থাকা ইফতারের প্যাকেজ গ্রহণ করছেন।
করাচি, পাকিস্তান। করাচির এক সড়কে ডিভাইডারে বসে দিনমজুর এক ব্যক্তি রোজা ভাঙছে।
রুশিফা, জর্ডান। রাশিফা শহরে মানবাধিকার সংস্থা কর্তৃক এক দুস্থ পরিবারকে ইফতার প্যাকেট দেয়ার একটি মুহূর্ত।
ঢাকা, বাংলাদেশ। ঢাকার তারা মসজিদে এক মুসল্লী বসে কোরআন তেলাওয়াত করছে।
কলম্বো, শ্রীলংকা। নিজের বাড়ির ছাদে বসে এক ছেলে ইফতারের অপেক্ষায় বসে থাকার আগের মুহূর্ত।
কলম্বো, শ্রীলংকা। কলম্বোতে একটি পরিবার নিজেদের বাড়ির ছাদে ইফতার সম্পন্ন করছে।
দিল্লী, ইন্ডিয়া। পুরনো সরকারী কোয়ার্টের বাসিন্দাদের ইফতার আয়োজনের একটি দৃশ্য।
কায়রো, মিশর। কায়রোতে পরিবারের সঙ্গে জামাতে ফজরের নামাজ আদায় করার পর ছেলেটি কোরআন তেলাওয়াত করছে।
ব্যাংকক, থাইল্যান্ড। ব্যাংককের এক মসজিদে রমজানের প্রথম দিনে এক ব্যক্তি নামাজ আদায় করতে এসেছেন ফেসমাস্ক পরে।
জাম্বি, ইন্দোনেশিয়া। জাম্বির এক জনশূন্য মসজিদে এক মুসল্লীর নামাজ আদায়ের দৃশ্য।
ইসলামাবাদ, পাকিস্তান। ইসলামাবাদের এক মসজিদে স্থাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায়ের দৃশ্য।
ইস্তাম্বুল, তুরষ্ক। রমজান শুরুর আগেই লকডাউন ঘোষণা করা হলেও রমজানের প্রথম দিনে মসজিদে এরকম গুটিকতেক ধর্মপ্রাণ লোকের দেখা মিলে।
নাবলুস, ফিলিস্তিন। নাবলুসের আল নাসির মসজিদের কাছেই থাকা এক বাড়ির বাসিন্দা কোরআন তেলাওয়াত করছে নিজের বারান্দায় বসে।
অ্যাথেন্স, গ্রীস। গ্রীসের এক পরিবার গৃহবন্দী অবস্থায় জামাতে নামাজ আদায় করছে।
ঢাকা, বাংলাদেশ। ঢাকার বাইতুল মুকাররম জাতীয় জামে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের দৃশ্য।
আতারিব, সিরিয়া। ধ্বংস প্রায় এক ভবনের সামনে বসে সিরিয়ানদের ইফতারের দৃশ্য।
কাঠমুন্ডু, নেপাল। এক মুসল্লী নেপালের এক জামে মসজিদ নামজ আদায় শেষে দোয়ায়রত।
লেখা: ওয়াজেদুর রহমান ওয়াজেদ