শায়লা জাহানঃ
সৃষ্টির শুরুতে আদম (আঃ) ও বিবি হাওয়া থেকে শুরু করে প্রেম, ভালোবাসার সুচনা ঘটেছিলো। কত কত সাহিত্য রচিত হয়েছে একে ঘিরে। শিরিন-ফরহাদ, রোমিও-জুলিয়েট-এর মতো ইতিহাসখ্যাত চরিত্র আজো জনমনে জীবন্ত হয়ে আছে। প্রেম কী? এই প্রশ্নের সদুত্তর আজো অজানা। কারো মতে, প্রেম হলো স্বর্গ থেকে আসা এমন এক আবেগ যা জীবনে অমর হয়ে রয়। আবার কারো মতে, ব্যক্তি তো প্রেমে পড়ে না, বরং প্রেম ব্যক্তির উপর ভর করে। একে যেভাবেই সংজ্ঞায়িত করা হোক না কেন মূল ব্যাপার হল প্রেম হলো ভালোবাসার বহিঃপ্রকাশ যার দ্বারা অন্যের উপর তীব্র আকর্ষণ ও অনুভূতির সঞ্চার হয়। এই যদি হয় প্রেম তবে বিচ্ছেদ কী? বিখ্যাত ‘রোমিও জুলিয়েট’ নাটকের সংলাপের আলোকে বলতে হয় “বিচ্ছেদ হলো একটি মধুর দুঃখ”।
বিনোদন পাড়ার জগতে তারকাদের লাইফ স্টাইল ব্যাপারে জানার আগ্রহ কার না থাকে। আর তা যদি হয় তাদের ব্যক্তিগত সম্পর্ক, তবে তো তা সকলের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকবে। তারকারা পর্দায় কতবার প্রেমে মজেছেন। সকল বাধা বিপত্তি পেরিয়ে হিরোইজমের সহিত প্রেম হাসিলও করে নিয়েছেন। কিন্তু বাস্তব জীবনে এমন অনেকেই আছেন যারা প্রেম করে হয়েছেন ব্যর্থ। জীবনে যাদের রচিত হয়ে গেছে অসমাপ্ত প্রেমের গল্প। আজ এমনই কিছু প্রেমে ব্যর্থ তারকাদের গল্প জানা যাক।
মধুবালা-দিলীপ কুমার
মমতাজ জাহান দেহলভী, যিনি মধুবালা নামেই বেশি পরিচিত। রুপ-সৌন্দর্য, চোখের চাহনি সবকিছু মিলিয়ে তিনি ছিলেন হাজারো পুরুষের স্বপ্নের রানী। ‘মুঘল-ই-আজম’ ছবিতে তাঁর ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’ গানের সাথে অসাধারণ পারফরম্যান্স সকলকে করেছে মন্ত্রমুগ্ধ। অভিনেতা ও গায়ক কিশোর কুমারের স্ত্রী হওয়ার আগে, ব্যক্তিগত জীবনে তিনি কয়েকবার সম্পর্কে জড়ালেও দিলীপ কুমারের সাথে তাঁর প্রেম কাহিনী বেশ সাড়া জাগিয়েছিলো। তাদের প্রেম কাহিনী শুরু হয় ‘তারানা’ ছবির সেটে। এরপরে একদিকে যেমন পরপর ছবি করতে থাকেন, অন্যদিকে তাঁদের প্রেমও হতে থাকে গাঢ়। দুজনে দেখেছিলেনও সারাজীবন একসাথে থাকার স্বপ্ন। কিন্তু বিধির নিয়তি, না যায় খন্ডন। ক্যারিয়ারের ইগো আর মধুবালার বাবার জন্য ভেঙে যায় সেই স্বপ্ন। পরবর্তীতে দুজনে পৃথকভাবে সংসার করলেও অতৃপ্ত এক ভালোবাসা তাঁদের মনে রয়েই যায়।
রেখা-অমিতাভ
বলি ইন্ডাস্ট্রির দুই কিংবদন্তী অমিতাভ বচ্চন এবং রেখার প্রেমের গল্প এখনও পর্যন্ত বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি। এই বহুল আলোচিত প্রেমের গল্পটি সর্বদা এক রহস্যে আবৃত রয়ে গেছে। গল্পের শুরুটা হয়েছিলো ফিল্ম ‘দো আনজানে’ এর সেটে। যদিও তার আগে থেকেই অমিতাভ ছিলেন বিবাহিত। কিন্তু প্রেম কি আর বাধা মানে? গোপনে চলে তাঁদের প্রণয় সম্পর্ক। পরে ব্যাপারটি যখন মিডিয়ার লাইমলাইটে আসে, দুজনেই প্রেমের বিষয়টি অস্বীকার করে। ঋষি কাপুর ও নিতু সিংহের বিয়েতে মাথায় সিঁদুর দিয়ে রেখার উপস্থিতি সবাইকে চমকিয়ে দেয়। গভীর প্রণয় থাকাকালে রেখা-অমিতাভ-জয়া অভিনয় করেন ‘সিলসিলা’ মুভিতে। এই ছবির শুটিংয়ে অমিতাভ ও রেখার ঘনিষ্ঠ সম্পর্কে ঝড় উঠে অমিতাভ-জয়ার দাম্পত্য জীবনে। মানসিকভাবে বিপর্যস্ত জয়াকে সামলাতে এবং দাম্পত্য জীবন সামলাতে ছবি করা তো দূরের কথা, রেখার জীবন থেকে চিরতরেই সরে যান বিগ বি।
সালমান খান-ঐশ্বরিয়া রাই
বলি-ইন্ডাস্ট্রিতে সম্পর্কের গল্প, হৃদয়বিদারক এবং দুঃখজনক সমাপ্তির শিরোনাম হতে সময় লাগেনা। বলিউডের ড্যাশিং নায়ক সালমান খান এবং সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ককে এখনও সবচেয়ে রোমান্টিক এবং একই সাথে সর্বকালের খারাপ সম্পর্কগুলোর মধ্যে একটি হিসেবে দেখানো হয়। তাঁদের প্রেমের মধুর রসায়ন থেকে শুরু করে উত্তপ্ত বিতর্ক যা তাঁদের বিচ্ছেদের পর বছর ধরে চলতে থাকে। সঞ্জয় লীলা বানসালি-র ‘হাম দিল দি চুকে সানাম’ ছবিতে তাঁদের অন-স্ক্রিনের পাশাপাশি অফ-স্ক্রিন কেমিস্ট্রিও জমে উঠে। পরবর্তীতে ‘হাম তুমহারে হ্যায় সানাম’ ছবিতেও তাঁদের একসাথে দেখা গেছে। ১৯৯৯-২০০১ সাল পর্যন্ত সালমান খান এবং ঐশ্বরিয়া রাই এর মাঝে সবই চলছিলো ভালোই। কিন্তু কোথাও গিয়ে ঘটে ছন্দ পতন। কথিত আছে, সালমান খানের অত্যাধিক পজেসিভনেস তাঁদের সম্পর্কের ভাঙনের নেপথ্যে ছিল। এই নিয়ে ব্যক্তিগত ও ক্যারিয়ার জীবনে উঠে অশান্তি। ঐশ্বর্যের গায়ে হাত তোলার ঘটনাও নাকি ঘটে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্পর্ক থেকে সরে পরেন এই বলি সুন্দরী। বর্তমানে অভিষেক বচ্চনকে বিয়ে করে সন্তান সহ সুখেই আছেন এই নীল নয়না। একাধিক সম্পর্কে জড়ালেও সালমান আজোও রয়ে গেছেন ব্যাচেলর।
অভিষেক বচ্চন-কারিশমা কাপুর
আরেকটি রহস্যময় ব্যর্থ প্রেমের গল্প রচিত হয়েছে অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরকে নিয়ে। তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে যখন কারিশমা ছিলো পুরোদস্তুর স্টার আর অভিষেকের তখন নায়ক পাড়ায় আগমন ঘটেনি। তাদের সম্পর্কের বাস্তবায়নের লক্ষ্যেই অমিতাভের ৬০ তম জন্মদিনের পার্টিতে অনুষ্ঠিত হয় এংগেইজমেন্ট। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই হঠাৎ করেই বিয়েটা বন্ধ হয়ে যায়। এই ব্রেকআপের পেছনে বাতাসে ঘুরতে থাকে নানান গুঞ্জন।
বিপাশা বসু-জন আব্রাহাম
লম্বা সময় প্রায় এক দশক ধরে প্রেম করেছিলেন জন আব্রাহাম ও বিপাশা বসু। প্রথমে ডিনো মারিয়ার সাথে প্রেমের সম্পর্ক থাকলেও পরবর্তীতে জন আব্রাহামের প্রেমে পরে যান এই বাংগালি সুন্দরী। কিন্তু এতো বছরের সম্পর্কও শেষ পর্যন্ত টিকাতে পারলেননা তারা।
রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোন
কুল বয় রণবীর এবং ডিম্পল গার্ল দীপিকার দুষ্টু মিষ্টি প্রেমের গল্প তো সবারই জানা। রণবীরের প্রেমে এতোই মজে ছিলেন দীপিকা যে তার নাম ঘাড়ে ট্যাটুও করে ফেলেছিলেন। কিন্তু সম্পর্কও বেশিদিন জোড়া ছিলোনা। ভেঙে যায় তাঁদের স্বপ্ন। শোনা যায় রণবীরই নাকি দীপিকাকে ধোঁকা দিয়েছিলো। এতে মানসিকভাবে বেশ হতাশ হয়ে পড়েছিলো দীপিকা। বহুদিন ডিপ্রেশনের মাঝেও থাকতে হয়েছিলো তাকে। যদিও সময়ের সাথে সাথে দুজনেই নিজের জীবন গুছিয়ে নিয়েছেন। দীপিকা রণবীর সিংকে বিয়ে করে ভালোই আছেন অন্যদিকে রণবীর কাপুর স্ত্রী আলিয়া ভাট ও সদ্য জন্ম নেয়া মেয়ে রাহাকে নিয়ে সুখে আছেন।
-ছবি সংগৃহীত