প্রচারের আলো থেকে একে অপরকে বাঁচিয়ে একান্তে বিয়ে সেরে ফেলাই এখন খ্যাতনামাদের মধ্যে জনপ্রিয়। এই ধারা শুরু করেছিলেন বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। সপরিবার ইতালি উড়ে গিয়ে বিয়ে করে সেই পোস্ট করেছিলেন টুইটারে। চমকে গিয়েছিল গোটা দুনিয়া। এখন তারকাদের বিয়েতে ডেস্টিনেশন ওয়েডিং খুব জনপ্রিয়।
রোদসী ডেস্ক:
তারপর থেকে অনেকেই তাদের অনুসরণ করেছেন। চুপচাপ নিকটাত্মীয় এবং প্রিয় বন্ধুদের নিয়ে কোনো দুর্গম জায়গায় বিলাসবহুল দুর্গে বা রিসোর্টে গিয়ে বিয়ে সেরে ফেলেছেন বলিউডের একের পর এক খ্যাতনামা-জুটি। সাধারণ মানুষের কাছে এই সব গন্তব্যই স্বপ্নের রাজ্যের মতো। সেই খরচ করে বিয়ে করার সৌভাগ্য খুব বেশি সংখ্যার মানুষের এখনো নেই। কিন্তু এই বিভিন্ন জায়গার বিয়ের আসর দেখে নিজের বিয়ের আসর সাজানো যেতেই পারে। নিজের বিয়েবাড়ির বাগানে কিছু মঞ্চ তৈরি হতেই পারে প্রিয় অভিনেত্রীর মঞ্চের আদলে।
বিরাট-আনুষ্কা:
আনুষ্কা শর্মা ও বিরাট কোহলির বিয়ের থিমের জন্য যে রংগুলো বাছাই করা হয়েছিল, তা হলো হালকা গোলাপি ও সাদা। ইতালির এক বিখ্যাত ভিলায় এই বিয়ে সম্পন্ন হয়েছিল সম্পূর্ণ ভারতীয় রীতিনীতি ও সাজসজ্জা মেনে। মূল অনুষ্ঠানের জন্য ল্যাভেন্ডার, হালকা গোলাপি ও পাউডার নীল রঙের প্যালেট বেছে নেওয়া হয়েছিল। খোলা জায়গায় ফুল, কাচের লন্ঠনে ঝোলানো সাদা মোমবাতি, ফুলের তৈরি ছাউনি, ইত্যাদির মিশেলে বিয়ের মঞ্চকে করে তুলেছিল অত্যন্ত নান্দনিক।
দীপিকা-রণবীর:
যেসব বলি তারকার বিয়ে নিয়ে নেটিজেনদের উৎসাহের শেষ ছিল না, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের নাম সেই তালিকায় এক নম্বর। এই দম্পতিও ইতালির লেক কোমোতে মনোরম ভিলা দেল বালবিয়ানোতে বিয়ে সম্পন্ন করেন। ফ্রেস্কো, প্রাচীন আসবাব, আরামদায়ক ফায়ারপ্লেস এবং সিলিং থেকে ঝুলন্ত অসামান্য ঝাড়বাতি ভিলাটিকে স্বপ্নময় এক বিয়ের জন্য আদর্শ স্থান করে তুলেছে।এই বিয়ের থিমের পরতে পরতে ছিল, ফুলেল নকশা এবং ঐতিহ্যবাহী লাল রংই তারা বেছে নিয়েছিল সাজানোর জন্য। এই ভিলাটিকে সাজানোর জন্য মূলত ব্যবহার করা হয়েছিল ওয়াটার লিলি ফুলও।
প্রিয়াঙ্কা-নিক:
হলিউড ও বলিউড; বিশ্বের দুটি বৃহত্তম সিনে জগতের অন্যতম দুই তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস বিয়ে করেন রাজস্থানের যোধপুরে উমেদ ভবন প্রাসাদে। পাঞ্জাবি নিয়মেই বিয়ে সারেন তারা। যেহেতু স্থান ছিল রাজপ্রাসাদ, তাই বিয়ের থিম যে রাজকীয় হবে, তা বলার অপেক্ষা রাখে না। রাজপ্রাসাদজুড়ে চলেছিল আলোর খেলা। উজ্জ্বল আলোর রঙে সেজে উঠেছিল উমেদভবন। হিন্দু ও খ্রিষ্টান এই দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল বিয়ে।
রাজকুমার-পত্রলেখা:
এক দশকের বেশি সময় ধরে সম্পর্ক থাকার পর রাজকুমার রাও ও পত্রলেখা পাল গাঁটছড়া বাঁধলেন চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে। যেটি ৮০০০ একরজুড়ে বিস্তৃত। এই বিয়েতে রঙের প্রাচুর্য দেখা গেছে। গাঁদা ফুলের ব্যবহার এবং মণ্ডপে রঙের বাহারি ফুলের কারুকাজে সুখবিলাস হয়ে উঠেছিল মোহময়। সেই সঙ্গে সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা উজ্জ্বল লাল রঙের পোশাকে সেজে উঠেছিলেন পত্রলেখা, যার ওড়নায় বাংলা হরফে লেখা ছিল, ‘আমার পরানভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করলাম’। এই বিষয়টি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছিল।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ:
নেট দুনিয়ায় যারা বিয়ের অনুষ্ঠান কাঁপিয়ে দিয়েছিলেন,তারা হলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সওয়াই মাধোপুরের এক ঐতিহাসিক দুর্গ, ‘ফোর্ট বারোয়ারা’য় এই বিয়ে সম্পন্ন হয়েছে। যদিও চ‚ড়ান্ত কড়া নিরাপত্তার জন্য এই বিয়ের সাজসজ্জার খুব কম ছবিই পাওয়া গেছে। দুর্গটি সাজানো হয়েছিল উজ্জ্বল আলো আর ফুল দিয়ে। এই দুর্গ ইতিহাস আর সৌন্দর্যের অদ্ভুত মিশেল। বিলাসবহুল, আরামদায়ক এবং স্বপ্নময় একটি বিয়ে সম্পন্ন করার জন্য যথেষ্ট সঠিক স্থান।
-ছবি সংগৃহীত