একটি বিপদচিহ্ন অনেক বড় রোগের জানান দেয়। নবজাতকের বিপদচিহ্ন ৭টি। এর মধ্যে কোন একটি বিপদচিহ্ন দেখা দিলে, খুব দ্রুত শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে।
জ্বর বা শরীর ঠান্ডা হওয়া
নেতিয়ে পড়া
জন্ডিস
নাভিতে সংক্রমণ
খিঁচুনি
অতিদ্রুত শ্বাস বা বুকের খাঁচা ডেবে যাওয়া
বুকের দুধ খেতে না পারা
ছবি : সংগৃহীত
রোদসী/আরএস