যে তুমি কখনো প্রেমে, সম্পর্কে বিশ্বাসই করতে না; ভাবতে তোমার পক্ষে প্রেমে পড়া কিছুতেই সম্ভব নয়, সেই তুমিই যেন কয়েক দিন ধরে ভীষণ করে প্রেমে বিশ্বাস করতে শুরু করে ফেললে! তারপর কয়েক দিন লাভ না ক্র্যাশ দড়ি টানাটানির পর ফাইনালি বুঝলে প্রেম-ট্রেম কিছু না, ‘ও’ ছিল নেহাতই ইনফ্যাচুয়েশন। ফলে মোহ ও হৃদয় দুই-ই ভেঙে খানখান!
স্ক্রিনটার দিকে ঠায় তাকিয়ে আছ, কখন সেই বহুপ্রতীক্ষিত ‘পিং’-টি শোনা যাবে। মুহূর্তে চোখ চলে যাবে ফোনের স্ক্রিনে। অমনি দুই আঙুল সচল, গোটা পৃথিবী একদিকে আর তুমি-তোমার ফোন একদিকে… কিংবা কলেজ ব্রেকে দেখা হওয়ার কথা আছে, ক্লাস না হলেই তুমি ছুটবে কাক্সিক্ষত সেই ডেটের পথে, ক্লাস দূরে যাক, মাঝেমধ্যেই চোখ চলে যাচ্ছে ফোনের স্ক্রিনে। আয়না না হোক, নিজেকে কেমন লাগছে দেখার জন্য তখন চারচৌকো ওই কালো খোপটিই কাফি!
চ্যাটই সব!
মাত্র কিছুদিন হলো আলাপ-পরিচয় হয়েছে ‘ওর’ সঙ্গে। এর মধ্যেই অবস্থা খুব খারাপ। কথা না বলে বা সারাক্ষণ চ্যাট না করে থাকাই যাচ্ছে না। সিরিয়াসলি প্রেম করতে শুরু করবে কি না, তা নিয়েও ভাবতে শুরু করেছ। কিন্তু সাবধান। গড়গড় করে এগিয়ে যাওয়ার আগে তিষ্ঠ বৎস! প্রেম কিন্তু অত সোজা ব্যাপার নয়, প্রেমে পড়তে বেশ সময়-টময়ও লাগে। তাই আগে ভালো করে বুঝে না-ও যে এটা প্রেমই কি না। মেনে নিচ্ছি যে তুমি সারাক্ষণ তার কথাই চিন্তা করছ, কিন্তু ভেবে দেখো, সেটা কি শুধু অবসর সময়েই চিন্তা করছ নাকি সব সময়ই! আর হ্যাঁ, সময় নিতে কিন্তু ভুলো না। কারণ তাড়াতাড়ি যেটা হয়, সেটা কিন্তু বেশির ভাগ সময়েই ইনফ্যাচুয়েশন বা ক্র্যাশই হয়।
কিচ্ছু মেলে না?
ভাবছ প্রেমে পড়েছ, এদিকে যার প্রেমে তুমি কাত, তার কোনো কিছুই পছন্দ হচ্ছে না। ছোটখাটো জিনিস নিয়ে সারাক্ষণ খিটিমিটি লেগেই আছে! সে যদি বাসে যায়, তুমি যাও ট্যাক্সিতে, সে যদি আইসক্রিম খায়, তুমি খেতে চাও কুলফি! কোনো কিছুতেই তোমাদের মোটে মিল নেই। তোমার পছন্দকেও সে গুরুত্ব দেয় না, তুমিও তাকে সব সময় হ্যাটা করার সুযোগ পেলে ছাড়তে চাও না। এ রকম যদি তোমাদের অবস্থা হয়ে থাকে, তাহলে কিন্তু নিশ্চিত থাকো। এটা মোটেও প্রেম নয়, এমনকি এখন দিব্য প্রেম-প্রেম মনে হলেও টিকবে না মোটেও। কারণ পছন্দ না হওয়া আর সারাক্ষণ খিটিমিটি নিয়ে আর যা-ই হোক, প্রেম চলে না। খুব শিগগির তুমি হাঁফিয়ে যাবেই!
আরও ‘অপশন’?
প্রেমে পড়েছ বলে মনে হচ্ছে ‘তার’ কথা সারাক্ষণ ভাবতেও ইচ্ছে করছে, কাজের ফাঁকে ফাঁকা সময় পেলেই চোখ চলে যাচ্ছে ফোনের স্ক্রিনে, চ্যাটও করছ, সময়ে-সময়ে দেখাও করছ, দিব্য গপ্পোও হচ্ছে দুজনে মিলে। কিন্তু সেই সঙ্গে সমানতালে চলছে অন্যদের সঙ্গে ফ্লার্টিং। হোয়াটসঅ্যাপ-ফেসবুকে তাদের সঙ্গে কথাও চলছে বেশ! কে তোমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাল বা কে কোথায় চাকরি করে, কাকে কেমন দেখতে সেগুলোও চোখে পড়ছে তোমার। কেউ তোমায় পিং করলে তার সঙ্গে কথা চালাতেও ইচ্ছে করছে। এসব যদি হয়, তাহলে কিন্তু বুঝবে এটা আদৌ প্রেম নয়। কারণ ‘ভালো’ কাউকে পেলে ‘কে বেটার’, সেটা তোমার মন কিন্তু যুক্তিটুক্তি দিয়ে ভেবে নিতে ভুলবে না!
আফসোস!
প্রেমও (মানে তুমি যাকে প্রেম ভাবছ আরকি!) চলছে প্রেমের মতো আর তুমিও এর-তার প্রোফাইল ঘেঁটে কে কীভাবে প্রেম করছে, কোথায় খাচ্ছে, কোথায় ডিপি দিচ্ছে, কার সঙ্গে প্রেম করছে এসব দেখছ। মনে মনে আফসোসও করছ যে তোমার প্রেমটা ‘অত ভালো’ কিছুতেই হচ্ছে না। যা কিছুই করে থাকো না কেন, কেবলই মনে হচ্ছে ব্যাপারটা ঠিক অমুকের মতো হচ্ছে না। সাবধান বন্ধু।
প্রেম মানে কিন্তু তুলনা নয়। আর যখনই প্রেমের ক্ষেত্রে তুলনা চলে আসে, তখনই বুঝবে যেটার মধ্যে তুমি আছ, সেটা হয়তো আদৌ প্রেম নয়। নিছকই ইনফ্যাচুয়েশন! ভালো করে, মজা করে ‘টাইম পাস’ করার ইচ্ছে, খানিক ডিপি দেওয়া, শো অফ আর ভালো ভালো জায়গায় খাওয়া। তাই সে ক্ষেত্রে বেশি দূর না এগোনোই ভালো!
লেখা : তামান্না রহমান