শাহরুখ কন্যা সুহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ। এই স্টার কিডের বলিউডে আত্মপ্রকাশ নিয়ে কানাঘুষা চলছিল। হয়তো সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ‘আর্চি কমিকস’ অবলম্বনে ছবিতে অভিষেক হতে পারে শাহরুখ কন্যার।
ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বেশ সক্রিয় থাকে সোহানা। সেখানে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে তরুণ প্রজন্মের কাছে স্টাইল আইকনে পরিনত হয়েছে ইতিমধ্যেই। এবার স্টার কিড হওয়ার সুবাদে বলিউডে অভিষেক হতে পারে শাহরুখ কন্যার। ভারতের বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের মেয়ে জোয়া আখতারের ছবির মাধ্যমে হয়তো বলিউডে প্রবেশ ঘটতে চলেছে তার। সোহানা ছাড়াও নেটফ্লিক্সের এই ছবিতে আত্মপ্রকাশ করতে পারে বলিউডের আরও কয়েক স্টার কিড।
এর আগে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ ঘটে সোহানার। এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ২০১৮ সালে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ তার। এ ছাড়াও এই স্টার কিড একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিসহ বেশ কিছু নাটকে অভিনয় করেছে।
লেখা : রোদসী ডেস্ক