শায়লা জাহান:
তারকাদের চাল-চলন, তাদের ফ্যাশন ট্রেন্ড সবকিছুই থাকে আলোচনার শীর্ষে। ফ্যাশনপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তারকাদের ফ্যাশন লুক খুব বেশি অনুসরন করে। আর যদি হয়ে তাদের বিয়ের সাজ-পোশাকের কথা, তবে তো আর কথাই নেই। বলিউডের এমন অনেক তারকা আছেন, যারা তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে প্রচলিত লাল রঙে নিজেকে না সাজিয়ে কিছুটা অপ্রচলিত শেডের পোশাক বেছে নিয়েছেন
বিয়ের মৌসুমের রঙ লাল। যখন ভারতীয় সংস্কৃতির কথা আসে, তখন পোশাকের জন্য লাল সবসময়ই হট ফেভারিট শেড। লালকে সমৃদ্ধি, আবেগ এবং সৌভাগ্যের রঙ বলে মনে করা হয়। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, বিপাশা বসু’র মতো বলিউডের বিখ্যাত তারকারা এই শুভদিনে নিজেদের ট্র্যাডিশনাল লাল শাড়ীতে সাজিয়েছেন। আবার এমন কিছু তারকা রয়েছেন যারা এই ট্রেন্ডের বিপরীতে হেঁটেছেন। এই সেলিব্রেটিরা দেখিয়েছেন কীভাবে স্রোতের বিপরীতে গিয়ে এই বিশেষ দিনেও গ্ল্যামার যোগ করা যায়। আজ এমনই কিছু তারকার বিয়ের পোশাক নিয়ে জানবো।
আথিয়া শেঠি
নতুন বছরের শুরুতেই, ২৩ জানুয়ারী বলি অভিনেতা সুনীল শেঠি এবং মানা শেঠির কন্যা আথিয়া শেঠি গাঁটছড়া বেঁধেছেন দীর্ঘদিনের প্রেমিক ক্রিকেটার কেএল রাহুলের সাথে। নেট দুনিয়ায় তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই তার পোশাকের দিকে সকলের নজর কাড়ে। অনামিকা খান্নার ডিজাইন করা প্যাস্টেল গোলাপী লেহেঙ্গাতে তাকে লাগছিলো অনিন্দ্য সুন্দর। কথিত আছে যে, তার লেহেঙ্গা তৈরি করতে সময় লেগেছিলো প্রায় ১০,০০০ ঘন্টা, অর্থাৎ ৪১৬ দিন! আর হবেই বা না কেন? জমকালো এই লেহেঙ্গাটি ছিলো পুরোটাই হাতে বোনা। জারদোজি এবং জালির সূক্ষ্ম কাজ দিয়ে সিল্কে তৈরি, আর দোপাট্টা সিল্কের অর্গানজা দিয়ে তৈরি। ফুল হাতা ব্লাউজের সাথে এই হালকা সাজ-পোশাকে সাত পাকে ঘুরেছেন এই বলি- সুন্দরী।
আনুশকা শর্মা
বর্তমানে জনপ্রিয় বলি-অভিনেত্রীদের মধ্যে আনুশকা শর্মা অন্যতম। ২০১৭ সালে তিনি আরেক জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলির সাথে টাস্কানিতে সাত পাকে বাঁধা পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ না আওয়া পর্যন্ত বিষয়টি গোপনই ছিলো। এই দিনে তিনি সেজেছিলেন ভারী সূচিকর্ম সহকারে ২৫ থেকে ৩০ লাখ মূল্যের গোলাপী লেহেঙ্গাতে। তার সাথে মিল রেখে গোলাপী ফুলেল গহনা এবং ভার্মালা পরেন। মিনিমাল মেকাআপ এবং ন্যুড লিপস্টিকে বিয়ের আয়োজনে নিজস্ব দ্যুতি ছড়িয়ে দিয়েছেন।
আলিয়া ভাট
কেমন হবে ডিম্পল কুইন আলিয়া ভাট এবং কুল বয় রনবীরের বিয়ের আউটফিট, তা নিয়ে ভক্তদের মনে জল্পনা কল্পনার শেষ ছিলোনা। বিয়ের পরে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হয়েছিলো এই নবদম্পতি। আনুশকা শর্মার পরে বিয়ের আউটফিটের দিক দিয়ে ঝলক দেখিয়েছিলো আলিয়া ভাট। বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর মুখার্জির ডিজাইন করা অফ-হোয়াইট টিস্যু সিল্ক শাড়ি ও ম্যাচিং ডিজাইনার ব্লাউজ, মাথায় অফ-হোয়াইট চুনরি নিয়ে ২০২২ সালে এপ্রিলে নিজ বাড়িতে বিয়ের আসরে হাজির হয়। মিনিম্যাল মেকআপের সাথে কুন্দন ও সোনার গহনায় অনেক স্নিগ্ধ দেখাচ্ছিলো তাকে।
সোহা আলী খান
নবাব পরিবারের মেয়ে অভিনেত্রী সোহা আলী খান তার বিয়েতেও লাল রঙ পরিহার করেছিলেন। তার স্থলে সব্যসাচীর ডিজাইন করা আইভরি-গোল্ড-কেসারিয়া কমলা শেড বেছে নিয়েছিল যখন সে ২০১৫ সালে অভিনেতা কুণাল খেমুর সাথে গাঁটছড়া বাঁধে। ভারী রাজস্থানী গহনা সহকারে আধুনিক ও ঐতিহ্যবাহী লুকের মিশেলে তার চেহারায় রাজকীয় এক ভাব দেখাচ্ছিলো।
নেহা ধুপিয়া
অনিতা ডোংরে থেকে একটি নরম গোলাপী লেহেঙ্গা বেছে নিয়েছিলেন নেহা ধুপিয়া। মিনিমালিস্টিক মিন্ট গ্রিন এমব্রয়ডারি এবং ঐতিহ্যবাহী রাজস্থানী হ্যান্ডওয়ার্ক সহ বেবি পিঙ্ক লেহেঙ্গায় তাকে অপূর্ব লাগছিলো। অঙ্গদ বেদির সাথে গুরুদ্বারে বিয়ের জন্য এটি ছিলো তার জন্য নিখুঁত চয়েস। ভারী চোকার সেট এবং ঝুমকার সাথে যথারীতি মেকআপ ছিলো যৎসামান্য।
-ছবি সংগৃহীত