রেহেনুমা তারান্নুম:
আত্মীয়ের বিয়ে হোক বা বন্ধুর বিয়ে, সাজ এমন হওয়া চাই, যা তাক লাগিয়ে দেবে সবাইকে। চলে এল বিয়ের মৌসুম। তাই সময় থাকতেই করে নেওয়া যাক ভালো পছন্দের ব্লাউজের নকশা
ব্লাউজ মনের মতো না হলে বা ব্লাউজ ঠিকঠাক ফিট না হলে তো পুরো সাজটাই মাটি। সেলাই করা ব্লাউজের থেকে হাতে একটু সময় নিয়ে নিজের মনের মতো ডিজাইন দিয়ে ব্লাউজ বানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে পোশাকের নকশা। যুগের সঙ্গে তাল মিলিয়ে যখন সবকিছুই নতুনভাবে সবার নজর কাড়ছে, তাহলে ব্লাউজের রূপবদলও বাদ যায় কী করে? বিয়ে হোক বা বউভাত, নতুন কয়েকটি ব্লাউজের ডিজাইনে সাজ হয়ে উঠবে পরিপূর্ণ।
বন্ধ গলার ব্লাউজে তোমাকে অন্যদের থেকে আলাদা দেখাবে। অনেকেই বেশি চওড়া গলা বা বেশি খোলা পিঠের ব্লাউজ পছন্দ করে না। এই ধরনের ব্লাউজের হুক সাধারণত পিঠের দিকে থাকে এবং ব্লাউজের অংশটা তুলনামূলকভাবে ঢাকাই থাকে।বন্ধ গলার ব্লাউজে সর্বদাই তোমাকে অন্যদের থেকে আলাদা দেখাবে।
যদি শাড়ি একটু হালকা কাজের হয়, তাহলে লিফস্টাইল ট্রাই করে দেখা যেতে পারে। অর্থাৎ ব্লাউজের আকার হবে পাতার মতো। পেছনেই থাকবে হুক। আর এ ধরনের ব্লাউজের ক্ষেত্রে গ্লাস হাতা, অর্থাৎ হাতের কনুই অবধি ব্লাউজের হাতা রাখাই শ্রেয়।বোট নেক ব্লাউজ এখন খুব চলছে। বেনারসির রঙের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বিয়ের দিন ট্রাই করে দেখা যেতে পারে এই সাজ। এই ডিজাইনটির সঙ্গে থ্রি-কোয়ার্টার হাতা পরা যেতে পারে।
সাবেকি পোশাক হোক বা আধুনিক পোশাক, বিয়েবাড়িতে পা রাখতেই তাক লেগে যাবে সবার। বিয়ের দিন পুরোনো নকশা ফিরিয়ে আনা যেতে পারে নতুন রূপে। বিয়েতে পরা যেতে পারে ঘটিহাতা ব্লাউজ। ঘটিহাতা ব্লাউজের সঙ্গে আটপৌরে শাড়ি বেশি ভালো মানায়। ব্লাউজের হাতায় জরির বর্ডার দেওয়া যেতে পারে। এতে দেখাবে এক্কেবারে আলাদা। বিয়ের দিন পরা যেতে পারে কুঁচিহাতা ব্লাউজ। পুরোনো দিনের সঙ্গে নতুন ছোঁয়া মিশিয়ে সেজে উঠুন নতুনভাবে। বিয়েতে ব্লাউজের হাতার নিচে কুঁচি দিয়ে এবং গলার কাছেও কুঁচি দিয়ে ডিজাইন করতে পারো।বিয়েতে নতুনভাবে নিজেকে সাজাতে চাইলে ব্লাউজের পেছনের দিকে রাখা যায় জমকালো সুতোর কাজ। এ ক্ষেত্রে ব্যবহার করতে পারো টোপর বা প্রজাপতি অথবা সিঁদুর কৌটোর মতো কারুকাজ। বিশেষত লাল রঙের ব্লাউজের মধ্যেই এ ধরনের ডিজাইন বেশি ভালো লাগে।একটু অন্যভাবে সাজতে হলে, হাতে গয়নার মাত্রা কম রেখে, পরতে পারো ফুল হাতা ব্লাউজ।
শীতকালে বিয়ে। লম্বা-হাতা ব্লাউজও কিন্তু এখন রয়েছে সেরার তালিকায়। এতে দেখতেও যেমন সুন্দর লাগবে, তেমনই বিয়ের পোশাকেও থাকবে অভিনবত্বের ছোঁয়া।
আরও কিছুনকশা :
ওয়ান শোল্ডার
এক দিক স্লিভলেস। কিন্তু অন্যটি ফুলস্লিভ। সঙ্গে ব্লাউজের গায়ে রয়েছে একটু ভারী কাজ।
হাফ শোল্ডার কাট
সাধারণত বাঁ দিকে গলা থেকে কাঁধ পর্যন্ত ক্লাস্টার আকারে কাটা থাকে। একই সময়ে খুব সুন্দরভাবে ওয়েস্টার্ন এবং এথনিক লুকের মিশেল এনে দিতে পারে এই ব্লাউজ।
পার্ল ফ্রিংস
এই ব্লাউজের গায়ে জমকালো কাজ। হাতার নিচের দিকে কয়েকটি বিডস বা অন্য রকম সাজসজ্জার উপকরণ ঝুলন্ত। একেবারে রাজকীয় লুক!
ফ্রন্ট কাট
গলার দিকে খানিকটা অংশ কাটা। ফলে ওড়না তার নিচ দিয়ে কাঁধের ওপরে ফেলা হয়। সাজে নতুনত্ব আনতে এই ব্লাউজের জুড়ি মেলা ভার।
ক্রেপ পার্টি স্টাইল
খানিকটা র্যাপ টপের আকার দেওয়া হয়েছে এতে। বেশ আবেদনময়ী হয়ে উঠতে পারো এই ব্লাউজ।
ডুপিন সিল্ক
একটু অন্য রকম সাজ চাইলে এই নতুন ধরনের ডিজাইনে লেহেঙ্গার ব্লাউজ পরে দেখতে পারো। এলিগ্যান্ট লুক চাইলে এই ব্লাউজ একেবারে উপযুক্ত।
টপ স্টাইল
নিচের দিকে ফ্রিল দেওয়া টপ আকারের ব্লাউজ। সাবেক সাজ চাইলে এই ডিজাইন অনায়াসেই ত্রাতার ভুমিকায় অবতীর্ণ হতে পারে।
-ছবি সংগৃহীত