প্রকৃতিতে শীতের হিমেল হাওয়ার দোলা লাগার সঙ্গে সঙ্গেই চারপাশে সানাইয়ের সুর বেজে ওঠারও ধুম পড়েছে। শীত ঋতুর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতার এক যোগসূত্র রয়েছে। আগেকার সময়ে দেখা যেত ‘হলুদ বাটো, মেন্দি বাটো’ অথবা ‘বিয়ের সাজনী সাজো, কন্যা লো’ এমন গীত গেয়ে বিয়ের আসর বসত। সবার মধ্যমণি হয়ে বিয়ের কন্যাকে বসিয়ে চুড়ি, আলতা, টিপ, নোলক, কাজল দিয়ে লাল টুকটুকে বউ সাজিয়ে দেওয়া হতো। কালের আবহে পাল্টে গেছে সেই সব সময়। এখন মাসের পর মাস চলে এই স্পেশাল দিনের প্ল্যানমাফিক ছক কষা। আনুষ্ঠানিকতার ধরনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিয়ের সাজপোশাকে এসেছে অনেক পরিবর্তন। আর এইসব আয়োজন নিয়েই লিখেছেন শায়লা জাহান।
বিয়ের মতো এত বড় একটি দিনে নববধূ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সবার সবচেয়ে বেশি উৎসুক দৃষ্টি থাকে তার সাজ নিয়ে। জমকালো পোশাক এবং গহনাসহকারে কনের ব্রাইডাল লুক অনুষ্ঠানের এক ভিন্ন মাত্রা যোগ করে। কী ধরনের লুকে স্পেশাল দিনে স্পেশাল লাগবে? বরাবরের মতো ট্র্যাডিশনাল লুক? নাকি যোগ হবে কিছুটা ফিউশনের? তা নিয়ে চলে বিস্তর জল্পনা। বিয়ের সাজে ট্র্যাডিশনাল লুক বজায় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গুরুত্বপূর্ণ চিন্তাধারার মাধ্যমেও তাদের সাজে ভিন্নরূপ ফুটে উঠেছে। প্রতিবছর একাধিক ট্রেন্ডের আনাগোনা ঘটে বিয়ের সাজপোশাকের ক্ষেত্রে। প্রত্যেকেরই নিজস্ব সৌন্দর্য আছে। প্রত্যেকের ব্যক্তিত্বও আলাদা। মেকআপের ভিড়ে সেই স্বাভাবিক স্নিগ্ধতাকে না ঢেকে তার মতো রেখেই লাবণ্যময়ী কনে করে তোলার ট্রেন্ড কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। অন্যদিকে, এমন অনেক কনের সাজ দেখতে পাবে, যারা তাদের বড়দিনের জন্য রং এবং টেক্সচার নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। এর মানে হলো যদিও এই ব্রাইডাল মেকআপের ট্রেন্ড বিদ্যমান, সেখানে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যা তোমাকে অনুসরণ করতেই হবে। এই ধরনের ট্রেন্ডি অপশনগুলো বিশেষ দিনের জন্য তোমাকে আরও অনন্য করে তুলতে সহায়তা করবে মাত্র। বিয়ের সাজের ক্ষেত্রে ট্রেন্ডে চলা এমন কিছু সাজ আসো দেখে নিই।
ন্যাচারাল মিনিমাল মেকআপ লুক
বিয়ের সাজ আর দশটা দিনের মতো নরমাল সাজ নয়। সচরাচর ফাউন্ডেশন, কনসিলার, শ্যাডো, ব্লাশ, কনট্যুরের সমন্বয়ে বিয়ের সাজের ক্ষেত্রে একটি সম্পূর্ণ গ্ল্যাম মেকআপ লুক দেখতে পাওয়া যায়। কিন্তু পাল্টে গেছে সময়, পাল্টে গেছে ক্ষণ। ‘বিউটি ইন সিমপ্লিসিটি’ এই মূলমন্ত্রে দীক্ষিত ন্যাচারাল মিনিমাল মেকআপ লুকের আগমন ঘটেছে। ষাট-সত্তর দশকে যেমন সাজ ছিল ছিমছাম, হালকা; তেমনি এখনকার সময়ে সেলিব্রেটিদের থেকে শুরু করে অনেকের মাঝেও মেকআপেরভারী স্তরের পরিবর্তে ন্যূনতম মেকআপের উপস্থিতি প্রাধান্য দিচ্ছে। ত্বকের টোনের সঙ্গে মিল রেখে হালকা বেস করা হয় এবং সঙ্গে থাকে কনটুরিং এবং ব্লাশনের সামঞ্জস্য ব্যবহার। ঠোঁটে থাকছে হালকা লিপস্টিকের ছোঁয়া। মোটকথা এই লুকে চেহারার স্বাভাবিক সৌন্দর্যকে বজায় রেখে একটি প্রাকৃতিক দীপ্তিময় আভা যোগ করা হয়।
এইচডি মেকআপ
একটি আড়ম্বরপূর্ণ পোশাক এবং চমকপ্রদ গহনার সম্মিলন নিঃসন্দেহে বিয়ের কনের লুক আরও জাঁকজমক করে তোলে। তবে সঙ্গে যদি ফ্ললেস ব্রাইডাল মেকআপের উপস্থিতি না থাকে, তবে সবকিছুই বৃথা হয়ে যাবে। হাইডেফিনিশন (এইচডি) মেকআপ সাধারণত বড় পর্দায় দেখা যায়। এই মেকআপের কৌশলের মাধ্যমে মুখের ত্রুটি, দাগ, গর্ত, ব্রণ, ফাইন লাইন কভার করা যায় কোনো ধরনের ক্রিজ তৈরি না করেই। এ ধরনের মেকআপের সবচেয়ে ভালো দিক হলো এটি ভারী বা কেকি মনে হয়না এবং ত্বককে ঘণ্টার পর ঘণ্টা তাজা ও উজ্জ্বল রাখে। নববধূর জন্য এই মেকআপ টাইপ উপযুক্ত। কারণ এর ভালো ফিনিশিংয়ের জন্য এটি ন্যাচারাল এবং ক্লাসি এক লুক দেয়।
ম্যাট মেকআপ লুক
বিভিন্ন ব্রাইডাল মেকআপের লুকের মধ্যে, ম্যাট মেকআপ লুক বেশ জনপ্রিয়। ম্যাট লুকগুলো অত্যন্ত আকর্ষণীয়, চটকদার এবং মার্জিত হয়ে থাকে এবং এগুলো মুখের বৈশিষ্ট্যকে খুব ভালোভাবে সংজ্ঞায়িত করে, যা দীর্ঘ সময়ের জন্য অক্ষত থাকে। এই মেকআপ লুকে গাঢ় রং সৃজনশীলতার সঙ্গে ব্যবহারের সুযোগ রয়েছে। এ ধরনের মেকআপ সব আবহাওয়ার জন্য উপযুক্ত। এটি লাইটওয়েট, প্রাকৃতিক এবং সাহসী উভয়ই দেখাতে পারে। এখানে এমন পণ্য ব্যবহার করা হয়, যা কার্যকরভাবে ত্বক থেকে অতিরিক্ত তেল শোষণ করে একটি মসৃণ এবং মখমল ফিনিস প্রদান করে রাজকীয় চেহারা দেয়।
স্মোকি চোখের জাদু
মুখের সবচেয়ে লক্ষণীয় এবং আকর্ষণীয় অংশ হলো চোখ, যা ব্যক্তিগত শৈলীকে সর্বোত্তম প্রতিফলিত করে। ব্রাইডাল সাজে চোখের মেকআপ হলো এমন এক অবিচ্ছেদ্য অংশ, যা তাদের আলাদা করে তোলে। শুধু চোখের সাজ সহজেই একজনকে গ্ল্যামারাস ও কুল চেহারায় পরিবর্তন করতে পারে। চোখের সাজের ক্ষেত্রে স্মোকি আইজ আরেকটি বড় জাদু। উইকংড আইলাইনারের সঙ্গে স্মোকি আইজের পেয়ার আপ, পুরো লুকে ঝড় তুলতে পারে। গরম হোক বা শীত, মেকআপের এই ট্রেন্ডটি পুরো সময়ে চলছে স্বমহিমায়। চোখে ভারিক্কি সাজের সঙ্গে থাকছে ন্যুড লিপস, অন্য সাজও থাকছে একদম হালকা।
বিয়ের সাজের ক্ষেত্রে বেশির ভাগ কনের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় নিখুঁত মেকআপ করা এবং সেই সঙ্গে নিখুঁত চেহারা পাওয়া। সাজের এমন অনেক ট্রেন্ড সময়ের সঙ্গে সঙ্গে আসতে থাকবে। শুধু ট্রেন্ড ফলো করলেই চলবেনা, জীবনের এই বিশেষ দিনে নিজেকে অনন্য হিসেবে উপস্থাপন করতে চাইলে আগেই নিতে হবে নিজের যত্ন। নিয়মিত ঘরোয়াভাবে ত্বকের যত্নের পাশাপাশি মাঝেমধ্যে বিউটি স্যালনে গিয়ে নিতে হবে বিশেষ পরিচর্যার সুবিধাগুলো।
-ছবি সংগৃহীত