যারা প্রেমে প্রতারিত হন তারা নাকি পরবর্তী জীবনে বেশি উদ্যমী হয়ে ওঠেন। ব্রেকআপের পর বেশ কিছু পরিবর্তন আসে ব্যক্তির জীবনে। বিশেষ করে প্রেমে যিনি প্রতারিত হোন তার অনেক উপকার হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমন সব তথ্যই উঠে এসেছে।
এক গবেষণায় দেখা গেছে, যেসব মেয়েরা প্রেমে প্রতারিত হন তারা সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ কিছু দিন মারাত্মক মানসিক কষ্টে থাকেন। তবে ধীরে ধীরে তারা মানসিকভাবে দৃঢ়তা অর্জন করেন।
যেসব মেয়েরা প্রতারিত হয়, ছয় মাসের মধ্যে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্ম সচেতনতা বৃদ্ধি পায়।
যেসব ছেলেরা প্রেমে প্রতারিত হন তারা হয়ে ওঠেন অধিক ব্যক্তিত্ববান।
চমকপ্রদ তথ্য হচ্ছে, সম্পর্ক ভেঙে গেলে স্বাভাবিক হতে ছেলেদেরও সময় লাগে; কিন্তু তারা পুরোপুরি অতীত সম্পর্ক ভুলতে পারে না।
সম্পর্ক ভেঙে যাওয়ার পর, নিজস্বতা খুঁজে পেতে নারীর বেশি সময় লাগে। বিষন্নতা তাকে আঁকড়ে ধরে, তবে সময় লাগলেও তারা একসময় অতীতের সম্পর্ক থেকে বেরিয়ে আসে।
রোদসী/আরএস