ভালোবাসাময় গিফট র‍্যাপিংয়ের আইডিয়া

করেছে Shaila Hasan

প্রকৃতিতে বইছে প্রেমের হাওয়া। সবার মনে-প্রাণে লেগেছে ভালোবাসার রঙ। সামনে আসছে ভ্যালেন্টাইনস ডে। যার তোড়জোড় শুরু হয়ে যায় ৭ ফেব্রুয়ারি থেকেই। একে একে আসে রোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এবং অবশেষে কাঙ্ক্ষিত ভ্যালেন্টাইনস ডে। এই বিশেষ দিনগুলোতে প্রিয় মানুষকে উপহার দিতে সবারই ভালো লাগে। বড় বা সামান্য যাই হোক, এটা শুধু মাত্র উপহারই নয়; এটি তোমার অনুভূতি প্রকাশেরও মাধ্যম। এটি হল এমন একটি টোকেন যা বোঝায় তুমি সেই বিশেষ কাউকে নিয়ে আসলেই কতটা যত্নশীল। সেই কারণেই শুধু উপহার দিলেই হবেনা, তার সাথে সুন্দরভাবে উপস্থাপনার বিষয়টিও জড়িত। আর এইসব কিছু মাথায় রেখেই কিছু সৃজনশীল উপহারের মোড়ক ধারণা নিয়ে লিখেছেন শায়লা জাহান।

-র‍্যাপিং পেপার দিয়ে মোড়ানোর চল অনেক পুরনো। এই একঘেয়েমি থেকে বের হতে এবং কিছুটা ইউনিক ভাব আনতে পারো এই কৌশলে। দুই রঙের কাগজের দুটি স্তর ব্যবহার করে উপরের প্যানেলে হার্ট শেপ এঁকে নাও। এবার প্রত্যেকটি হার্টের অর্ধেকটি কাঁচি দিয়ে কেটে ভাঁজ করে নাও। এভাবে একটি থ্রিডি হার্ট ইফেক্ট আনতে পারো।

-একটি সাধারণ ক্রাফট বক্স হলো একটি বহুমুখী ভিত্তি যা কিছু দূর্দান্ত ছোট উপহার বক্স তৈরি করতে পারে। এই নকশার জন্য, বিভিন্ন রঙের কাগজ থেকে কিছু হার্ট শেপ কেটে নাও। তারপর প্যাটার্নের মতো একটি গ্রিডে বক্সে আটকে দাও।

-পেপার দিয়ে কাটা কিছু হার্ট শেপ নাও। সেগুলোর প্রত্যেকটিতে ছিদ্র করে তাতে সুতা দিয়ে মালার মতো তৈরি করে নাও। তারপর তা বক্সে আটকে দাও। ভিন্ন ভিন্ন রঙের সুতা এবং সুতা মোড়ানোর কৌশল প্রয়োগ করেও এতে নানান চেহারা আনতে পারো।

-কাস্টম র‍্যাপিং আইডিয়া একটি মজাদার উপায়। নিজেদের প্রিয় কোন মুহুর্তের ছবি বা যে কোন ডিজাইন প্রিন্ট আউট করে বের করো। তারপর তা গিফট মোড়ানোর ক্ষেত্রে ব্যবহার করো।

-রিবন হল একটি উপহারে কিছু গভীরতা এবং টেক্সচার যোগ করার একটি সহজতম উপায়। কিছু রোমান্টিক, আকর্ষনীয় লেইস রিবন বাছাই করো। এবং তা গিফট বক্সের চারপাশে মুড়িয়ে দাও। আরও কালারফুল করার জন্য কয়েক রঙা ফিতা ব্যবহার করতে পারো।

-তোমার দেয়া উপহারটি যদি ছোট হয়ে থাকে তবে তা বাক্সবন্দী না করে, সে স্থলে ছোট গুডি ব্যাগের ব্যবহার আরও আকর্ষনীয় দেখাবে। এই ধরনের ব্যাগ কিনতে পারো কিংবা চাইলেওতুমি নিজেই তা বানিয়ে নিতে পারো। যে কোন কাপড়ের একটি বৃত্তাকার অংশ কেটে, উপহারটি মাঝামাঝিতে রাখো। সুতা বা কালারফুল রিবন দিয়ে বাইরের প্রান্তটি বেঁধে বানিয়ে নাও নিজের গুডি ব্যাগ।

-আরেকটি মজাদার ধারণা হল ইরেজার স্ট্যাম্প তৈরি করা। এটাও করা সহজ। এক্ষেত্রে তোমার পেন্সিল ইরেজার ব্যবহার করতে পারো। ইরেজারটি এমনভাবে কাটো যাতে সেখানে একটি হৃদয় আকৃতির হয় এবং তারপর তা রঙে ডুবিয়ে নাও। সেটি তোমার পছন্দমত জায়গায় স্ট্যাম্প করে দাও।

-উপহারের মোড়ানোতে ইউনিক এবং এলিগ্যান্ট লুক আনতে সাটিন কাপড়ের রিবন ব্যবহার করতে পারো। একটি ওয়াইন রঙা সাটিন কাপড় নিয়ে মুড়িয়ে মাঝখানে বো করে বেঁধে দিতে পারো। এই চমৎকার মোড়ানো শৈলী সবাইকে তাক লাগিয়ে দেবে।

-ছবি সংগৃহীত

০ মন্তব্য করো
0

You may also like

তোমার মন্তব্য লেখো

one + eighteen =