ভূমিকম্প

ভূমিকম্প হলে করণীয়

করেছে Rodoshee

ভূমিকম্প এমন একধরনের দুর্যোগ, যার পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব। আর তাই এর প্রলয়ঙ্করী থাবা থেকে রক্ষা পেতে সবসময় থাকতে হবে সচেতন আর মেনে চলতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম। মুহূর্তের সচেতনতাই পারে জীবনের ঝুঁকি থেকে রক্ষা করতে।

ভূমিকম্প হলে করণীয়

• উঁচু ভবনে থাকলে বা বের হবার মতো সময় না থাকলে ড্রপ, কভার, হোল্ড অন পদ্ধতি মেনে চলতে হবে। কম্পন শুরু হলেই মেঝেতে বসে পড়তে হবে। আর আশ্রয় নিতে হবে শক্ত টেবিল বা ভারী কোনো আসবাবের নিচে।বসে থাকতে হবে গুটিসুটি মেরে।
• আর সম্ভব হলে দ্রুত ঘর থেকে বেরিয়ে পরতে হবে। লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নামতে হবে। মুন। কখনোই সিঁড়িতে আশ্রয় নেবে না।
• ঘরের ভেতরে নিরাপদ কোথাও আশ্রয় নিলে অবশ্যই মাথার ওপর বালিশ নিয়ে নাও। এতে মাথার চোট থেকে রক্ষা পাবে।
• পচনশীল নয় এমন শুকনো খাবার হাতের কাছে রাখ।
• কলাম ও বিমের তৈরি ভবনে কলামের গোড়ায় তুলনামূলকভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারো।
• আধাপাকা বাড়িতে খাটের নিচে বা অন্য কোনো শক্ত আসবাবের নিচে আশ্রয় নিতে পারো।
• গাড়িতে থাকলে খোলা জায়গা দেখে গাড়ি পার্ক করে রাখ। কখনোই ভূমিকম্পের সময় সেতুর ওপর দাঁড়াবে না।
• ভূমিকম্প পরবর্তী সময়ে গ্যাস, পানি এবং বিদ্যুৎ এর লাইন পরীক্ষা করে নেয়া প্রয়োজন। প্রয়োজনে গ্যাস, পানি এবং বিদ্যুৎ এর লাইন প্রধান সংযোগ বন্ধ করে দিতে হবে।
• সাধারণত বড় কম্পনের পর আরেকটি ছোট কম্পনের সম্ভাবনা থাকে। আর একারণেই ভূমিকম্প পরবর্তী সময়ে সতর্ক থাকাটা জরুরি।
• মাথা ঠাণ্ডা রাখতে হবে। ভয় পেয়ে তাড়াহুড়ো করবে না। এতে বিপদে পড়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।

রোদসী/আরএস

০ মন্তব্য করো
0

You may also like

তোমার মন্তব্য লেখো

2 × five =