ইমরান খান রাজ:
চারিদিকে আজ শুধুই কুয়াশা
ঘন শিশিরে দুর্বাঘাসের কাণ্ডগুলো,
ভিজে একদম চুপ চুপে।
শালিক পাখিটা মনের আনন্দে
খেজুরের রস খাচ্ছে,
আর প্রাণখুলে গাইছে বাংলার গান।
সরিষা ফুলের লোভনীয় গন্ধে
মৌমাছিরা ভনভন করে,
ঘুরে বেড়াচ্ছে মধুর প্রলোভনে।
কৃষকের মুখেও আজ মুচকি হাসি
গোলাভরা ধান পেয়ে,
সেও খুশিতে যেনো আটখানা।
ছবি: সংগ্রহীত