শিশু হাসিখুশিতো, বাড়ির সবাই খুশি। এই শীত কিন্তু শিশুকে কুঁকড়ে দিতে পারে,নেতিয়ে পড়তে পারে। নানা রকম অসুস্থতা ঘায়েল করতে পারে শিশুকে। কারণ, শীতে আবহাওয়া থাকে শুষ্ক, ত্বকে আসে রুক্ষতা।
এদিকে শিশুর পেটের অসুখ, জ্বর, ঠাণ্ডা লাগা, কাশি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। বেবি সেন্টার ডট ইন-এ জানিয়ে দেওয়া হয়েছে, এই শীতে শিশুর সুরক্ষায় কি করণীয়।
শিশুকে গোসল করানোর পর তার শরীরকে ময়েশ্চারাইজ করে দিতে হবে। এ সময় শিশুর ত্বকের যত্নে বেবিঅয়েল, গ্লিসারিন ও ময়েশ্চারাইজিং ক্রিম, বা লোশন বা ক্রিম ব্যবহার করা যেতে পারে।
শীত এলেই বাতাসে ধুলোর উড়াউড়ি বেড়ে যায়। শিশুকে নিয়ে বাইরে বের হওয়ার সময় তার মাথা ও হাত ভালো করে ঢেকে দিতে হবে। শিশুকে নিয়মিত গোসল করাতে হবে, এক্ষেত্রে দুপুর ১২ টার আগেই গোসলের পর্ব সেরে ফেলা উচিত। গোসলের পর বাচ্চার মাথা ও শরীর ভালো করে মুছে পোশাক পরাতে হবে।
শীতকালেও শিশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করাতে হবে।
শিশু যেন মেঝেতে খালি পায়ে না হাঁটে সেদিকে খেয়াল রাখা দরকার। শিশুর জন্য বাসায় ব্যবহার উপযোগী জুতা কিনে দিতে পারো। যদি ঘরেরমেঝেতেও কার্পেট অথবা মোটা কাপড় বিছানো থাকে তবে ভালো। তাহলে মেঝেতে বসে খেলা করলেও সহজে ঠাণ্ডা লাগবে না। এ ছাড়া শিশুর বিছানা-বালিশ প্রতিদিন রোদে গরম করে নিলে আরাম বোধ করবে।
রোদসী/আরএস