একজন খ্রীস্টান নারী সম্পত্তিতে কতটুকু অধিকার পেয়ে থাকে, তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। জেনে নেওয়া যাক :
লিখেছেন, অ্যাডভোকেট মিলন সরকার, জজ কোর্ট, ঢাকা।
১। স্ত্রী হিসাবে-
-
মৃত ব্যক্তির সন্তান থাকলে বিধবা স্ত্রী এক-তৃতীয়াংশ সম্পত্তি পাবে৷ সন্তান না থাকলে বিধবা স্ত্রী স্বামীর পরিত্যক্ত সম্পত্তির পুরোটা পাবে ।
২। মা হিসাবে-
-
মৃত ব্যক্তির পুত্র, কন্যা এবং পিতা বর্তমান থাকলে মা কোন সম্পত্তি পাবে না এরা কেউ না থাকলে মা মৃত ব্যক্তির ভাই-বোন -দের সংগে সমান অংশ পাবে । ভাইবোন না থাকলে মা একাই সমস্ত সম্পত্তি পাবে ।
৩। কন্যা হিসাবে-
-
মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে পুত্র ও কন্যা সমান ভাগ পায় ।
৪। বোন হিসাবে-
-
মৃত ব্যক্তির সন্তান এবং পিতা জীবিত থাকলে বোন কোনো সম্পত্তি পাবে না কিন্তু এরা কেউ না থাকলে বোন মা ও ভাইয়ের সাথে সমান অংশে সম্পত্তি পাবে ।
রোদসী/আরএস
আরও লেখা :
সম্পত্তিতে মুসলিম নারীর অধিকার কতটুকু?
সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার নেই, অধিকার আছে?