ভূ-সম্পদের উত্তরাধিকারকে কেন্দ্র করে বাংলাদেশে কোনো পৃথক আইন নেই । সমাজের বিভিন্ন ধর্মের মানুষের জন্য এ সংক্রান্ত বিভিন্ন ধরনের আইন রয়েছে । এসব আইনের মূল ভিত্তি হলো ধর্ম৷ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে হিন্দু নারী সম্পত্তিতে কতটুকু অধিকার পেয়ে থাকেন।লিখেছেন, অ্যাডভোকেট মিলন সরকার, জজ কোর্ট, ঢাকা।
মা হিসাবে
-
মৃত ব্যক্তির পুত্র, কন্যা, দৌহিত্র, স্ত্রী এবং পিতা বর্তমান থাকলে সম্পত্তিতে মায়ের কোন উত্তরাধিকারিত্ব নেই অর্থাৎ মা সম্পত্তির কোন অংশ পাবে না
স্ত্রী হিসাবে
-
মৃত ব্যক্তির বিধবা স্ত্রী এক পুত্রের সমান অংশ জীবনস্বত্ব পায়৷ অর্থাত্ এ সম্পত্তি শুধুমাত্র জীবিত অবস্থায় ভোগ করতে পারে কিন্তু দান বা বিক্রি করতে পারে না
কন্যা হিসাবে
-
মৃত ব্যক্তির পুত্র, পৌত্র, প্রপৌত্র এবং স্ত্রী থাকলে কন্যা তার পিতার সম্পত্তির কোন অংশই পাবে না।
-
উপরের কেউ না থাকলে কন্যাদের মধ্যে অবিবাহিতা কন্যার দাবী প্রথম- বন্ধ্যা কন্যা, পুত্র সন্তানহীনা কন্যা এবং যেসব কন্যার সন্তান আছে তারা উত্তরাধিকার থেকে সম্পূর্ণ ভাবে বঞ্চিত হবে।
বোন হিসাবে
-
বোন কোনো অবস্থাতেই তার ভাইয়ের সম্পত্তি পাবে না
রোদসী/আরএস
আরও লেখা :