প্রযুক্তির আদলবদলে পাল্টে যাচ্ছে স্মার্টফোনের ধারণা। সময়ের সাথে নিত্য নতুন ফিচারস যোগ হচ্ছে। পাল্লা দিয়ে আপগ্রেড হচ্ছে ফোনের হার্ডওয়্যার। আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি পাল্টে যাবে স্মার্টফোনের গতানুগতিক চিত্র।
তাহলে চলো জেনে নেই স্মার্টফোনের আপডেটসগুলো:
- স্মার্টফোনের পরবর্তী মডেলগুলো থেকে উঠে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার। সেখানে জায়গা করে নিয়েছে ফেস আইডি।
- মুঠোফোনের ৩.৫এমএম ইয়ারফোনের জ্যাকের পরিবর্তে নতুন পদ্ধতি যুক্ত হয়েছে।
- অ্যাপেল চালু করেছে ই-সিম। এই সিস্টেমে দ্রুতই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্র্যন্ডগুলোতেও যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে।
- এক্সটার্নাল মেমরি কার্ড স্মার্টফোনে স্লো করে দেয়। তাই স্মার্ট ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর প্রতি জোর দিচ্ছে। সামনে হয়ত এক্সটার্নাল মেমরি কার্ডের সিস্টেস তুলে দিবে।
- গতানুগতিক চার্জারের বদলে আসছে ওয়ারলেস চার্জারের যুগ। তেমনি স্মার্টফোনের ডিসপ্লেতেই থাকছে স্পিকার ৷ যেমন: ভিভো নেকস।
- শীঘ্রই খ্যাতনামা ব্র্যন্ডগুলো বাজারে আনছে ফোল্ডেবেল স্মার্টফোন৷ এতে ধীরে ধীরে বাজার থেকে উঠে যাবে পুরনো মডেলগুলো।
রোদসী/এসআইএস।