২৫ নভেম্বর আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস (ইন্টারন্যাশনাল ডে ফর দ্যা এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনিস্ট উইমেন)। ১৯৮১ সালের ২৫ নভেম্বর লাতিন আমেরিকায় এক সম্মেলনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়।
১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। ১৯৯৯ সালে দিবসটি পালনের জন্য স্বীকৃতি দেয় জাতিসংঘ । বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস পালন করছে।
বাংলাদেশ মহিলা পরিষদ মূলধারার জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য সমন্বয় করে তৈরি এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশে ২৪ হাজার ৬৩১টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত নির্যাতনের ঘটনা চার হাজার ১৪৬টি। এসিড সন্ত্রাস, ইভটিজিং,পারিবারিক সন্ত্রাস, যৌতুক, ধর্ষণ, ফতোয়া, গৃহ পরিচারিকা নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশের নারী।
তথ্যঃ বিবিসি, উইকিপিডিয়া।
লেখাঃ ডানা রহমান
রোদসী/আরএস