নারী প্রাধান্য পারিবারিক ম্যাগাজিন রোদসী। প্রতি মাসের প্রথম সপ্তাহে রোদসীর প্রিন্ট কপি প্রকাশিত হয়। এছাড়াও আছে অনলাইন সংস্করণ। বাংলাদেশের স্বনামধন্য অ্যাডভাটাইজিং এজেন্সি প্রচিত’র সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সাথে প্রকাশ পায় রোদসী।
নারী জীবনের বলা-না বলা কথা তুলে আনতেই রোদসীর যাত্রা শুরু। বিগত ৯ বছর ধরে আমাদের সে চেষ্টা অবিরত। এবার আয়োজন করতে যাচ্ছি ভিন্ন কিছুর। এরই ধারাবাহিকতায় আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি ‘রোদসী সূর্যকন্যা অ্যাওয়ার্ড ২০২২’।
নারী জীবনকে সমাজের অনেকেই মনে পরনির্ভর। কিন্তু কেউ কেউ আছেন সমাজের শত বাধা অতিক্রম করে আলো ছড়ান চারপাশে। হয়ে ওঠেন সূর্যকন্যা।
আমরা এমন কয়েকজন গুণীকে সম্মাননা জানাতে চাই। আমরা চাই ভালো কাজ সংক্রমিত হোক সমাজে। এই সূর্যকন্যারা হয়ে উঠুক সমাজের উদাহরণ।
তোমার কাজ যদি রাষ্ট্র-সমাজ এমনকি পরিবারেও এমন ব্যাঞ্জনা দিয়ে থাকে যা সমাজের জন্য উদাহরণ হতে পারে তাহলে তুমিই আমাদের সূর্যকন্যা। তোমাকেই খুঁজছে টিম রোদসী। আমরা চাই তোমার দেখানো পথেই আলো ছড়ুক আরো বিস্তৃত হয়ে।
নিচের তথ্যগুলো পূরণ করে পাঠিয়ে দাও আমাদের কাছে। আমরা জানতে চাই তোমার কথা। জানাতে চাই তোমার কথা।
আগামী ২২ অক্টোবর ২০২২ ইং তারিখে বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ৭জন নারীর হাতে তুলে দেয়া হবে ‘রোদসী সূর্যকন্যা অ্যাওয়ার্ড ২০২২’।
১. শিক্ষা ২. স্বাস্থ্য ৩. ফ্রিল্যান্সিং ৪. উদ্যোক্তা ৫. কৃষি ৬. সংগঠন এবং ৭. সাংবাদিকতা এই সাত ক্যাটাগরিতে আমরা মনোনয়ন নিয়ে আমাদের জ্যাজ প্যানেল তোমাদের কাজের মূল্যায়ন করবেন। এর মধ্যে বাছাইকৃতদের সাথে টিম রোদসী যোগাযোগ করবে।
ফরম জমা দেবার শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২২
রোদসীর অফিস ঠিকানা:
৯১/১, ব্লক-এফ, রোড-৩, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা-১২১৩
প্রয়োজনে: ০১৭৩০৩০৬২৪১
পুরন করো এই ফর্মটিঃ রোদসী সূর্যকন্যা অ্যাওয়ার্ড-২০২২