শায়লা জাহানঃ
অফিসের কর্মব্যস্ততা ও ডেডলাইনের চাপে নাভিশ্বাস উঠছে? অথবা ঘরের একঘেয়েমি রুটিনময় জীবন বিস্বাদময় লাগছে? এতসব হাজারো সমস্যার মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে কোথাও ঘুরে আসা হতে পারে চমৎকার সমাধান। হোক সেটা একাকী ভ্রমণ বা দলগত, বাড়ির কাছাকাছি কোথাও বা দেশের বাইরে; ট্রাভেল সবসময় লাইফে থেরাপির মত কাজ করে। আর এই অজানার উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার আগে ব্যাগ প্যাক করা থেকে শুরু করে প্রি-ট্র্যাভেল যে টিপস রয়েছে তা নিয়েই লিখাটি সাজানো হয়েছে।
বছরের যেকোন দিনই বেড়ানোর জন্য উপযুক্ত থাকলেও আমাদের দেশের প্রেক্ষাপটে শীতকালে ভ্রমণের উৎসব লেগে থাকে। মানব জীবনে ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তোমাকে জীবন ও সত্তার একটি নতুন দ্বার খুলে দিবে। অনেক মানুষ এবং স্থানগুলোর সাথে নতুন সংযোগ অনুভব এবং বিভিন্ন সংস্কৃতিতে নিমজ্জিত হওয়ার মাধ্যমে দৃষ্টিভঙ্গি প্রশস্ত করতে সহায়তা করবে। ভ্রমণ এমন একটি অভিজ্ঞতা হতে পারে যা তোমাকে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিকভাবে প্রভাবিত করতে পারে। এখন প্রশ্ন হলো ট্রিপে যাবার আগে অগ্রিম পরিকল্পনা করা কেন গুরুত্বপূর্ণ? কোথাও ঘুরতে যাওয়ার আগে পর্যাপ্ত ভ্রমণ পরিকল্পনা এবং সেই অনুযায়ি প্রস্তুতি নিয়ে রাখলে কোন ধরনের স্ট্রেস ছাড়াই নিরাপদে এবং আনন্দদায়কভাবে সময় কাটানো যাবে। ভ্রমণ প্রস্তুতিকে আরও নিখুঁত করার নিমিত্তে থাকছে কিছু টিপস।
কোথায় যাব
ঘুরতে যাওয়ার আগে প্রি-প্ল্যান করতে হবে যে কোথায় যাওয়া হবে? সময়, কস্টিং, পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা সবকিছু বিবেচনা করে স্থান নির্বাচন করতে হবে। সিলেক্ট হয়ে গেলে আগে থেকেই সেই জায়গার ব্যাপারে খোঁজ খবর নিয়ে রাখতে হবে। সেখানে থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, সেখানকার দর্শনীয় স্থানগুলোতালিকা করে রাখতে হবে। এইসব খোঁজখবর আগে থেকে করে রাখলে অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় সাথে যেটুকু সময় হাতে নিয়ে বের হওয়া হয় তার পুরোটাই কাজে লাগানো যায়।
প্রয়োজনীয় কাগজপত্র
প্ল্যান যদি হয় দেশের বাহিরে যাওয়া তবে দূরপাল্লার ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন, পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি বার বার চেক করে সাথে রাখো। প্রয়োজনে এক্সট্রা কপি করেও রাখা যায়। এছাড়াও, মোবাইল বা অন্যান্য ইলেক্ট্রনিকস যন্ত্রপাতি যা নেয়া হবে সেগুলো চার্জিং ব্যবস্থা এবং ব্যাকআপের জন্য এক্সট্রা চার্জার ও পাওয়ার ব্যাংক সাথে রাখতে হবে।
প্যাকিং তালিকা তৈরি
একটি প্যাকিং তালিকার তৈরি অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হলেও এটা কিন্তু অনেক শ্রম ও সময় বাঁচিয়ে দেয়। অনেক সময় ব্যাগ প্যাকিংয়ের ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় জিনিস নিতে আমরা ভূলে যাই। যার দরুন পরবর্তীতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এই ক্ষেত্রে যদি আগে থেকেই তালিকা প্রণয়ন করা হয়ে থাকে তবে তা চেক করে ব্যাগে জিনিসপত্র নেয়া সুবিধাজনক হবে। তাই খুব বুঝে শুনে প্রয়োজনীয় বা চাহিদামাফিক জিনিসগুলোর লিস্ট করে নাও।
বড় আকারের ব্যাগ পরিহার
ভ্রমণের মূল আকর্ষণই হলো সকল ঝুট-ঝামেলা, ব্যস্ততা পিছনে ফেলে রিল্যাক্স কিছু সময় ব্যয় করা। ভ্রমণের উদ্দেশ্য এবং স্থায়িত্ব মোতাবেক সাথের জিনিসপত্রও তেমনভাবে বাছাই করা প্রয়োজন। আনন্দমুহুর্ত কে মাটি করতে ভারী আকারের লাগেজই যথেষ্ঠ। দেশ হোক আর দেশের বাইরেই হোক, ভারী লাগেজ নিয়ে টানাটানি করার পরিবর্তে মাঝারি আকারের ব্যাগ ব্যবহার করলে ভালো। সবচেয়ে ভালো হয় ব্যাকপ্যাক নিয়ে চলাচল করলে।
সঠিক পোশাক নির্বাচন
বেড়াতে কোথায় যাচ্ছি সেই স্থান এবং পরিবেশের কথা মাথায় রেখে পোশাক নির্বাচন করতে হবে। কাপড় গোছানোর ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হবে। ভারী কাজের পরিবর্তে হালকা উপাদানে তৈরি পোশাক এবং আরামদায়ক পোশাক বেছে নিতে পারো। এতে ব্যাগে জায়গা কম লাগবে এবং ভারীও কম হবে। এছাড়াও সাথে থাকবে আনুষঙ্গিক জিনিসপত্র যেমন, অন্তর্বাস, রোদ থেকে বাঁচতে সানগ্লাস, রিডিং গ্লাস, টুপি বা ক্যাপ। জুতার ক্ষেত্রে হাই হিল টাইপের না নিয়ে ফ্ল্যাট বা স্নিকার টাইপের জুতা নির্বাচন করলে ভালো।
প্রসাধনী
টুকিটাকি প্রসাধনীর কিছু জিনিসপত্র সাথে তো থাকবেই। ফেসওয়াশ, লোশন, শ্যাম্পু, সানস্ক্রিন ইত্যাদি নিত্য ব্যবহার্য প্রোডাক্ট বড় বোতলে না নিয়ে কতদিন থাকবো তার উপর ভিত্তি করে ছোট ছোট ট্রাভেল কিটে ভরে নেয়া যেতে পারে।
প্রয়োজনীয় ঔষধপত্র
অসুস্থতা এমন এক জিনিস যার\ আকস্মিক আবির্ভাবে যেকোন আনন্দদায়ক প্ল্যান মাটি হয়ে যেতে পারে। এইজন্য সবসময় এর প্রস্তুতি নিয়ে রাখা ভাল। ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী কোন ওষুধ চললে তা আগে থেকেই রিজার্ভ করে রাখতে হবে। এছাড়াও খাবার স্যালাইন, প্যারাসিটামল, এন্টিসেপ্টিক মলম, বমি, বদ হজমের ওষুধ, এলার্জিসহ এমন ইমার্জেন্সি ওষুধের ব্যবস্থা করে রাখতে হবে। যাতে প্রয়োজনে হাতের কাছে সব পাওয়া যায়।
তাহলে আর দেরি কিসের জন্য? প্রি-ট্র্যাভেল চেকলিস্টটি মিলিয়ে নিয়ে তৈরি হয়ে যাও আর ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে যাও।
-ছবি সংগৃহীত