বিয়ে মানেই নতুন স্বপ্ন। হাজার বছর ভালো থাকার ব্রত। তবে সেই ভালো থাকা, সুন্দর থাকা যদি হয় বিয়ের দিন থেকেই! বিয়ের দিন বর-কনের মনে থাকে নানা সংশয়। কিন্তু প্রকৃতি তা এক তুড়িতে উড়িয়ে দিতে পারে। যদি হয় স্বপ্নের জায়গায় বিয়ের স্থান নির্বাচন। লিখেছেন সায়মা ইসলাম।
অনেকেই ভাবে ডেস্টিনেশন ওয়েডিং খরচসাপেক্ষ। তাই ইচ্ছা থাকলেও অনেকেই ভয় পায় এ ধরনের পরিকল্পনা করতে। আবার রয়েছে কিছু ঝক্কিও। তবে একটু সময় নিয়ে, ভেবে পরিকল্পনা করলে যেতে হবে না বিদেশে; যা দেশেই সম্ভব। নতুন প্রজন্মের মধ্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ডেস্টিনেশন ওয়েডিং। শুধু তারকারা নয়, সাধারণ মানুষও এখন আত্মীয়স্বজন, জাঁকজমক ছেড়ে চাইছে সুন্দর কোনো লোকেশনে শুধু কাছের মানুষদের নিয়ে ছিমছাম পরিসরে বিয়ে করতে। তবে বর-কনের পছন্দকে গুরুত্ব দিতে হবে সেই লোকেশন ঠিক করতে।
বিচ ওয়েডিং
যদি সমুদ্রতটের একরাশ বালিয়াড়িতে সাজাতে চাও নিজের বিয়ের আসর, তবে অবশ্যই বেছে নিতে পারো নিজের দেশেরই সমুদ্রতট। তবে কক্সবাজার পর্যটকদের সমাগম বেশি হওয়ায় বিয়ের জন্য বেছে নেওয়া উচিত বছরের এমন একটা সময়, যখন পর্যটক সমাগম হয় কম। এ ক্ষেত্রে সুবিধাজনক কুয়াকাটা কিংবা অন্য কোথাও। পর্যটক সমাগম কম হওয়ায় বিছানো সমুদ্রতটের ফাঁকা জায়গাজুড়ে সাজাতে পারো বিয়ের আসর।
প্যালেস ওয়েডিং
বাংলাদেশ কিংবা ভারতীয় তারকারা এখন অনেকেই বিয়ের জন্য বেছে নিচ্ছেন রাজস্থান বা আগ্রার বিভিন্ন প্রাসাদ। পিছিয়ে নেই হায়দরাবাদের ফলকনামা প্যালেস হোটেলও। ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বিভিন্ন প্রাসাদকে পরিণত করা হয়েছে হোটেলে। যেখানে বিয়ের থিমও হয় রাজকীয়। অর্থাৎ, বিয়ের সাজ থেকে আবহ, খাবারের তালিকা সবকিছুতেই থাকবে রাজঐতিহ্যের ছোঁয়া। পশ্চিমবঙ্গের কোচবিহার রাজবাড়ি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ, ঝাড়গ্রাম প্রাসাদ (মেদিনীপুর), ভুটান হাউস প্যালেসেও হতে পারে বিয়ের আসর।
মাউন্টেন ওয়েডিং
বসন্তের পর সবারই যেন বিয়ের জন্য সব থেকে পছন্দের ঋতু শীত। অনেকেই চায় ঠান্ডায় বিয়ে করতে। আর বিয়ে যদি করা যায় হিমালয়ের কোলে, তাহলে তো কথাই নেই। ঝকঝকে আকাশে বিয়ের ছবি যেমন সুন্দর হবে, তেমনই সুন্দর আবহাওয়ায়, হিমেল পরিবেশও বিয়ের অনুষ্ঠানও হবে মনোরম। পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পঙ, কার্সিয়ঙ, সন্দাকফু, লাভা, ডুয়ার্স, পেডং, সামসিং হয়ে উঠতে পারে অসাধারণ ওয়েডিং ডেস্টিনেশন। বিচ ও প্যালেস ওয়েডিংয়ের পাশাপাশি জনপ্রিয়তায় ক্রমেই ওপরে উঠে আসছে মাউন্টেন ওয়েডিং।
ফরেস্ট ওয়েডিং
ভালোবাসায় পরিপূর্ণ জীবন শুরু করার জন্য জঙ্গলে বিয়ের থেকে ভালো কিছুই হতে পারে না। সবুজ, পাখির কলরবের মাঝে জঙ্গল সেজে উঠবে বিয়ের জন্য। রাঙামাটি, বান্দরবান, সিলেট, কাছের সবুজ ছায়া রিসোর্টগুলোতেও পরিকল্পনা করতে পারে বিয়ের। তবে বনের পশুপাখিকে বিরক্ত না করেই বিয়ের অনুষ্ঠান করা শ্রেয়। দিনের বেলা সুন্দরবনের লঞ্চেও হতে পারে বিয়ের অনুষ্ঠান।
ভিলেজ ওয়েডিং
অনেকেই চায় বিয়ে করতে গ্রাম্য পরিবেশে। তাই বাড়ির কাছের সুন্দর গ্রামগুলোকে সাজিয়ে ফেলা যায় বিয়ের জন্য। আবার ঝক্কি মনে না হলে নিজ গ্রামকেও ওয়েডিং ডেস্টিনেশনের জন্য ভাবা যায়। সে ক্ষেত্রে নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে গ্রাম্য পরিবেশে অনায়াসে পরিকল্পনা করা যেতে পারে বিয়ের।
-ছবি সংগৃহীত