মুন্না হোসেন, যশোর: বাগান করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন ফারহানা ইয়াসমিন। এবার তার নতুন উদ্যোগ। বাড়ির ছাদ ও ফাঁকা আঙিনায় বিষমুক্ত সবজি-ফল চাষের জন্য উদ্যোক্তা সৃষ্টি করা। ইতোমধ্যে ২০ জন নারীর সাড়াও পেয়েছেন।
ফারহানা যশোর শহরের বকচরের বাসিন্দা। বাড়ির ছাদে দেশি বিদেশি ফল, ফুল, ঔষধি ও শোভাবর্ধণকারী গাছ লাগিয়ে এ বছরের মার্চেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার নেন। এতে উৎসাহ আরও বেড়ে গেল। শুরু করলেন বিষমুক্ত সবজি ও ফল চাষ। একা বাস্তবায়ন করা সম্ভব নয় ভেবে, অন্য নারীদেরও আহ্বান জানান। তার ডাকে সাড়া দিয়ে যুক্ত হয় আরও ২০ নারী উদ্যোক্তা ও ১০ জন সহযোগী। ছোট্ট এই দলের নাম বকচর মহিলা সিআইজি (কমন ইন্টারেস্ট) গ্রুপ। তহবিলের জন্য দলের সদস্যরা মাসে ২শ থেকে ৫শ টাকা চাঁদা জমা করছেন। সঞ্চয়কৃত তহবিল দিয়ে বছর শেষে তারা বিষমুক্ত ফল ও সবজি উৎপাদন করতে চান।
উদ্যোক্তারা বলছে, কারও বাড়ির ছাদ ও আঙিনা খালি পড়ে থাকবে না। ফারহানার পথ অনুসরণ করে টবে ও বাড়ির পরিত্যক্ত জমিতে গাছ লাগিয়ে তারাও সফল হতে চান। বকচরের গৃহবধূ জাকিয়া সুলতানা লিপি, লায়লা ইসলাম, আকলিমা মিলি নিজেদের বাড়িতে ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
ফারহানা তার ছাদ বাগানের সফলতা গল্প নবীন নারী উদ্যোক্তাদের কাছে তুলে ধরছেন। প্রতিমাসের শেষ শুক্রবার তার বাড়িতে এ নিয়ে আলোচনা সভা বসে। সেখানে নিজেদের সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনা এবং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
ফারহানা ইয়াসমিন জানান, এ মহৎ কাজে তাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন চ্যানেল আই-এর শাঈখ সিরাজসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক চন্ডিদাস কুন্ডু, হটিকালচার সেন্টারের উপপরিচালক বিনয় কুমার সাহা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ তার কাজে নিয়মিত পরামর্শ দেন।
এস,এস,সি পাস ফারহানার বড় মেয়ে আফসানা ইয়াসমিন বৃষ্টি যশোর সরকারি এম, এম, কলেজের ছাত্রী এবং ছোট মেয়ে ফারজানা ইয়াসমিন বন্যা যশোর পলিটেকনিক কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। স্বামী আকরাম হোসেন ক্ষুদ্র ব্যবসায় জড়িত। পরিবারের সদস্যদের উৎসাহে সাড়ে ৯শ’ বর্গফুট ছাদে কমলা, বেদানা, মাল্টা, বেল, কাঁঠালসহ দেশি বিদেশি নানা প্রকার ফল, ফুল, ঔষধি ও সৌন্দর্যবর্ধক প্রায় চারশ’ গাছ লাগিয়েছেন।
ফারহানা গৃহস্থলির কাজের ব্যস্ততার মধ্যেও বাগান করে সফলতা অর্জন ও জাতীয় পুরস্কার লাভ করেছেন। তার নতুন উদ্যোগেও তিনি সকলের সহাযোগিতা চান। নবগঠিত বকচর মহিলা সিআইজি গ্রুপের সভাপতি তিনি নিজেই। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হচ্ছেন নাসরিন আক্তার ও ফারজানা ইয়াসমিন।
রোদসী/এসঅাইএস।