রোদসী
  • হোম
  • লাইফস্টাইল
  • রূপ ও ফ্যাশন
  • রোমান্স
  • কালচার
  • নারী
    • সাফল্য
    • সম্ভাবনা
    • সংগ্রাম
    • সমস্যা
ট্যাগ:

রমজান

.এই সংখ্যায়ভালো থাকার ভালো খাবার

রমজানে কী খাব কী খাব না

করেছে Sabiha Zaman এপ্রিল ১৫, ২০২১

দেখতে দেখতে রমজান চলে এল। এবার গরম থাকবে ভীষণ। সে জন্য খাবারে সচেতন থাকতে হবে অনেক বেশি। করোনা পরিস্থিতি এখনো অনুকূলে আসেনি। আবার বাড়ছে ভয়াবহতা। রমজানের খাবার পরিকল্পনায় এ বিষয়গুলোও ভাবতে হবে। তবে কী খাবে আর কী খাবে না, তা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে।

রমজান মাসে সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে অত্যধিক চিনিযুক্ত খাবার ও অতিমাত্রায় তেল-চর্বিজাতীয় খাবার বর্জন করতে হবে। অবশ্যই অতিভোজন থেকে বিরত থাকতে হবে। তা না হলে তুমি এক মাসে যে পরিমাণ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে, তা সারাতে অনেক মাস লেগে যাবে। রমজানেও আমরা সুষম খাদ্য (ব্যালান্সড ডায়েট) গ্রহণ করতে ভুলব না। সুষম খাদ্য বলতে এমন এক ধরনের খাদ্যকে বোঝায়, যাতে মানবদেহের জন্য প্রয়োজনীয় সব উপাদান সঠিক মাত্রায় বিদ্যমান থাকবে। যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফাইবার ও পানি। রমজান মাসে ভাত, মাছ, সবজি, ফলমূল ইত্যাদি বাদ দিয়ে যদি পোলাও, বিরিয়ানি, তেহারি, কাচ্চি, ভাজাপোড়া খাবার, মিষ্টি, খিচুড়ি, ফিরনি, পায়েস ও মন্ডা-মিঠাই ইত্যাদি খাদ্যের প্রতি বেশি ঝুঁকে যাই, তবে শাকসবজি, ফলমূল, ভাত-রুটি ও ফাইবারজাতীয় খাদ্য গ্রহণের মাত্রা কমে গিয়ে, সুষম খাদ্য গ্রহণ থেকে বঞ্চিত হওয়ার ফলে আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়বে। তার মানে এই নয়, রমজানে আমরা ইফতারের মজাদার খাদ্য গ্রহণ থেকে বিরত থাকব।

তবে এসব মজাদার খাদ্য অবশ্যই স্বল্প মাত্রায় গ্রহণ করব এবং রাতের খাবার ও সেহেরীতে প্রয়োজনীয় শাকসবজি, ফলমূল, মাছ-ভাত অবশ্যই গ্রহণ করব। দুধ-দধিও পরিমিত মাত্রায় গ্রহণ করতে হবে। এ মাসে রোজা রাখার ফলে অনেকেই কাজকর্ম কমিয়ে, ঘুমের পরিমাণ বাড়িয়ে ফেলে এবং অনেকেই নিয়মিত হাঁটা বা ব্যায়াম থেকে নিজেকে সরিয়ে ফেলে। এটা মোটেই স্বাস্থ্যসম্মত নয়। রোজার সময় প্রত্যেককে তার কর্মতৎপরতা বজায় রেখে রোজা পালন করতে হবে। তবে হাঁটা ও ব্যায়ামের সময়সূচি পরিবর্তন করে নিতে পারো। ছাদে বা একটু বড় বারান্দায় বিকেলে হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম করতে পারো। তবে শরীর অত্যধিক ঘেমে পানিশূন্যতার সৃষ্টি হয়, এমন ধরনের কর্মকাণ্ড থেকে অবশ্যই বিরত থাকবে।

ইফতারের জন্য স্বাস্থ্যসম্মত যেসব খাবার
যা শরীরকে সুস্থ ও সতেজ রাখে, যেমন পানি, জুস, শরবত, খেজুর, কলা, পেঁপে, শসা, ক্ষীরা, কাঁচা ছোলা, ভেজা চিড়া, খিচুড়ি, পায়েস, মিষ্টি, হালিম, কাঁচা ফলমূল ইত্যাদি।
রোজার সময় প্রতিদিনের খাবারের তালিকা পরিবর্তনের প্রয়োজন নেই। তবে পানি বেশি করে খাওয়া উচিত।
রাতে ও সাহ্্রির সময় বেশি করে পানি, ভাত, ডাল, শাকসবজি, মাছ, মাংস, ডিম একটু ঝোল কওে খেতে পারো। তবে বেশি মসলা ও তেল-কষানো তরকারি খাওয়া উচিত নয়। ইফতারে স্যুপজাতীয় খাবার খাওয়া ভালো।
শরীর ও স্বাস্থ্য ঠিক রাখার জন্য ভাজাপোড়া, শুকনো খাবার ও তৈলাক্ত খাবার না খাওয়াই ভালো। তবে খেলেও কম খাওয়া উচিত। কারণ, এ-জাতীয় খাবার বুকে জ্বালাপোড়া, বদহজম ও গ্যাসের সৃষ্টি করে।

রোজা রেখে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা থেকে দূরে থাকো। বেশি পরিশ্রমের ফলে শরীরের ক্ষতি হতে পারে।
সারা দিন রোজা রেখে ইফতারের সময় অতিরিক্ত খাবার না খেয়ে পরিমাণমতো খাবে। রোজায় যেসব খাবার খেলে হজমে সমস্যা হয়, সেসব খাবার না খাওয়াই ভালো।
ইফতারে খেজুর তাৎক্ষণিক শক্তি জোগায় এবং পানি দেহকে রিহাইড্রেট করে।
পর্যাপ্ত ঘুমের দিকেও লক্ষ রাখতে হবে। কেননা, সাত-আট ঘণ্টার কম ঘুম তোমার রোগ প্রতিরোধক্ষমতাকে কমিয়ে দেবে।
সারা দিন রোজা রেখে ইফতারে পানি কম খাওয়ার কারণে হজমে সমস্যা, কোষ্ঠকাঠিন্যসহ আরও অনেক সমস্যা দেখা দেয়। এ কারণে ইফতারের সময় থেকে সাহ্রির সময় পর্যন্ত প্রচুর পরিমাণে পানি খাবে।

রোজায় ধূমপান থেকে দূরে থাকো এবং ধূমপান না করা স্বাস্থ্যের জন্য ভালো। চা-কফি পান না করাই মঙ্গল। এতে করে দেহে পানিশূন্যতা দেখা দিতে পারে। চা-কফির স্থলে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় পান করো। যারা ডায়েট করে, রোজায় খাবারের পরিমাণ সীমিত বলে তাদের ডায়েট করার প্রয়োজন নেই। যাদের ডায়াবেটিস আছে, তারা সঠিক ও স্বাস্থ্যকর খাবার নির্বাচন করতে হবে। ভুল এবং অস্বাস্থ্যকর খাবার রক্তে গ্লুকোজের মাত্রার ভারসাম্য নষ্ট করতে পারে।


প্রতিদিন যারা ব্যায়াম করে, তারা রোজায় ব্যায়ামের মাত্রা কিছুটা কমিয়ে সকালে ব্যায়াম না করে ইফতারের কিছুক্ষণ পর আধা ঘণ্টা করতে পারো। রাতে বা সাহ্রির সময় নিয়মিত হাঁটাচলা ভালো।
ইফতার, সাহ্ররি ও ইফতারের পরবর্তী সময়ে প্রচুর বিশুদ্ধ পানি খাওয়া বাঞ্ছনীয়। বিশেষজ্ঞরা অন্তত ১.৫ থেকে ২ লিটার পানি খাওয়ার কথা বলে থাকেন। সুতরাং ইফতারের আগেই পানি পরিশোধনকারী মেশিনে যথেষ্ট পরিমাণ পানি জমিয়ে রাখতে হবে। একবারে খুব বেশি পানি পান না করে, অল্প অল্প করে বারবার খাও। নয়তো অস্বস্তি বোধ হতে পারে। অনেকেই আছে, যারা শুধু পানি খেতে পছন্দ করে না, তারা পানির সঙ্গে লেবু কিংবা বিভিন্ন ফ্লেভার মিশিয়ে খেতে পারো। আরও কিছু স্বাস্থ্যকর বিকল্প হলো জিরো-ক্যালরি ভিটামিন অথবা ফ্রুট ওয়াটার।

ফল এবং সবজি তোমাকে কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করতেও সাহায্য করবে। অনেকেই আছে, যারা সঠিক খাবার ও পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে এবং শারীরিক কার্যকলাপের অভাবে রমজানের প্রথম দিনগুলোয় কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়।

লেখা: রোদসী ডেস্ক

ছবি : সংগৃহীত

০ মন্তব্য করো
0 FacebookTwitterPinterestEmail
ফটো ফিচার

ছবিতে করোনার লকডাউনে বিশ্বব্যাপী রমজান পরিস্থিতি

করেছে Wazedur Rahman মে ১৭, ২০২০

বিশ্ব এখন করোনা আতঙ্কে আতঙ্কিত। লকডাউনে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। থেমে গেছে সকল কলকারাখানা আর গাড়ির চাকা। মানুষ এখন গৃহবন্দী অবস্থায়। এমনকি বছরের পবিত্রতম এই রমজান মাসেও ঘরবন্দী অবস্থায়ই দিন কাটাচ্ছে ধর্মপ্রাণ মুসল্লীরা। কেমন চলছে পুরো বিশ্ব এই রমজানে? ছবিতে পুরো বিশ্বজুড়ে করোনার লকডাউনে বিশ্বব্যাপী রমজান পরিস্থিতির ছবি দেখে আসি – 

REUTERS/Mike Segar

নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। নিউ জার্সির প্যাটারসনের প্যাসাসিক কাউন্টির ইসলামিক সেন্টারের ভিতরে রমজানের এক মধ্যদুপুরে এক রোজাদার ব্যক্তি সেজদায়রত শূন্য মসজিদে। 

REUTERS/Khalil Ashawi

আলেপ্পো, সিরিয়া। আতারিব শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত লোকেদের একদল স্বেচ্ছাসেবী ইফতার আয়োজনের ব্যবস্থা করে দেয়; তাদের খাবার গ্রহণের একাংশ। 

Saudi Press Agency/Handout via REUTERS

মক্কা, সৌদি আরব। মক্কার কাবা শরীফের সামনে একজন সৌদি রক্ষীবাহিনীর কর্মকর্তা পাহারায়রত। করোনাভাইরাসের কারণে রমজানে মক্কা বন্ধ করে রেখেছিল সৌদি কর্তৃপক্ষ। 

REUTERS/Parwiz

জালালাবাদ, আফগানিস্তান। জালালাবাদের এক মসজিদে আফগান ছেলেরা কোরআন পড়ছে তাও সামাজিক দূরত্ব বজায় রেখে। 

REUTERS/Omar Sobhani

কাবুল, আফগানিস্তান। কাবুলের এক মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছেন একজন মুসল্লী।

WANA (West Asia News Agency)/Ali Khara via REUTERS

তেহরান, ইরান। রমজানের দিনগুলোতে গরীব লোকেদের ইফতারের আয়োজন সাজিয়ে দিতে সাহায্য করছে এক বাচ্চা। 

REUTERS/Wolfgang Rattay

উপার্তাল, জার্মানি। এক বাংলাদেশি প্রবাসী তার দুই সন্তান এবং নিজের জন্য মসজিদ থেকে বাসা ডেলিভারির আওতায় থাকা ইফতারের প্যাকেজ গ্রহণ করছেন। 

REUTERS/Akhtar Soomro

করাচি, পাকিস্তান। করাচির এক সড়কে ডিভাইডারে বসে দিনমজুর এক ব্যক্তি রোজা ভাঙছে। 

REUTERS/Muhammad Hamed

রুশিফা, জর্ডান। রাশিফা শহরে মানবাধিকার সংস্থা কর্তৃক এক দুস্থ পরিবারকে ইফতার প্যাকেট দেয়ার একটি মুহূর্ত। 

REUTERS/Mohammad Ponir Hossain

ঢাকা, বাংলাদেশ। ঢাকার তারা মসজিদে এক মুসল্লী বসে কোরআন তেলাওয়াত করছে। 

REUTERS/Dinuka Liyanawatte

কলম্বো, শ্রীলংকা। নিজের বাড়ির ছাদে বসে এক ছেলে ইফতারের অপেক্ষায় বসে থাকার আগের মুহূর্ত। 

REUTERS/Dinuka Liyanawatte

কলম্বো, শ্রীলংকা। কলম্বোতে একটি পরিবার নিজেদের বাড়ির ছাদে ইফতার সম্পন্ন করছে। 

REUTERS/Anushree Fadnavis

দিল্লী, ইন্ডিয়া। পুরনো সরকারী কোয়ার্টের বাসিন্দাদের ইফতার আয়োজনের একটি দৃশ্য। 

REUTERS/Mohamed Abd El Ghany

কায়রো, মিশর। কায়রোতে পরিবারের সঙ্গে জামাতে ফজরের নামাজ আদায় করার পর ছেলেটি কোরআন তেলাওয়াত করছে। 

REUTERS/Jorge Silva

ব্যাংকক, থাইল্যান্ড। ব্যাংককের এক মসজিদে রমজানের প্রথম দিনে এক ব্যক্তি নামাজ আদায় করতে এসেছেন ফেসমাস্ক পরে। 

Antara Foto/Wahdi Septiawan/via REUTERS

জাম্বি, ইন্দোনেশিয়া। জাম্বির এক জনশূন্য মসজিদে এক মুসল্লীর নামাজ আদায়ের দৃশ্য।  

Aamir Qureshi /AFP via Getty Images

ইসলামাবাদ, পাকিস্তান। ইসলামাবাদের এক মসজিদে স্থাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায়ের দৃশ্য। 

Aamir Qureshi /AFP via Getty Images

ইস্তাম্বুল, তুরষ্ক। রমজান শুরুর আগেই লকডাউন ঘোষণা করা হলেও রমজানের প্রথম দিনে মসজিদে এরকম গুটিকতেক ধর্মপ্রাণ লোকের দেখা মিলে। 

Jaafar Ashtiyeh/AFP/Getty

নাবলুস, ফিলিস্তিন। নাবলুসের আল নাসির মসজিদের কাছেই থাকা এক বাড়ির বাসিন্দা কোরআন তেলাওয়াত করছে নিজের বারান্দায় বসে।

Anadolu Agency/Getty Images

অ্যাথেন্স, গ্রীস। গ্রীসের এক পরিবার গৃহবন্দী অবস্থায় জামাতে নামাজ আদায় করছে। 

Rehman Asad/Barcroft Media/Getty Images

ঢাকা, বাংলাদেশ। ঢাকার বাইতুল মুকাররম জাতীয় জামে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের দৃশ্য। 

Anas Alkharboutli/picture alliance/Getty Images

আতারিব, সিরিয়া। ধ্বংস প্রায় এক ভবনের সামনে বসে সিরিয়ানদের ইফতারের দৃশ্য। 

Prakash Mathema/AFP via Getty Images

কাঠমুন্ডু, নেপাল। এক মুসল্লী নেপালের এক জামে মসজিদ নামজ আদায় শেষে দোয়ায়রত। 

লেখা: ওয়াজেদুর রহমান ওয়াজেদ

০ মন্তব্য করো
0 FacebookTwitterPinterestEmail

পোর্টফোলিও

প্রকাশিত সংখ্যা

রোদসীর পছন্দ

  • বয়স সবে উনিশ-কুড়ি

তুমিই রোদসী

  • আলোয় ভুবন ভরা







rodoshee logo

© স্বত্ব রোদসী ২০১৪ - ২০২১
সম্পাদক ও প্রকাশক:   সাবিনা ইয়াসমীন
৯১/এ, প্রথম ও দ্বিতীয়তলা, ব্লক-এফ, রোড-৩, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮০-২-৫৫০৪১০৪৬-৪৮, ই-মেইল: info@rodoshee.com

রোদসী

রোদসী

ক্যাটাগরি

আর্কাইভ

@2014-2018 -রোদসী. All Right Reserved.

রোদসী
  • হোম
  • লাইফস্টাইল
  • রূপ ও ফ্যাশন
  • রোমান্স
  • কালচার
  • নারী
    • সাফল্য
    • সম্ভাবনা
    • সংগ্রাম
    • সমস্যা
Facebook