রোদসী
  • হোম
  • লাইফস্টাইল
  • রূপ ও ফ্যাশন
  • রোমান্স
  • কালচার
  • নারী
    • সাফল্য
    • সম্ভাবনা
    • সংগ্রাম
    • সমস্যা
ট্যাগ:

রেসিপি

হেঁসেল

মুর্গ মাসাল্লাম

করেছে Sabiha Zaman জানুয়ারী ৮, ২০২০

উপকরণ

আস্ত মুরগি দেড় কেজি ওজনের ১টি, আমন্ড ১০টি, কাজুবাদাম ১০টি, পোস্ত ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ৩টি, আস্ত জিরা ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়ো ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, গোলাপজল ১ চা-চামচ, কেওড়া জল ১ চা-চামচ, জায়ফলগুঁড়া ১/২ চা-চামচ, জয়ত্রীগুঁড়া ১/২ চা-চামচ, টমেটোকুচি ৩ টেবিল চামচ, টক দই ৪ টেবিল চামচ, ভেজিটেবিল তেল পরিমাণমতো, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি

প্রথমে মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ-পানিতে ৮ ঘণ্টা ভিজিয়ে রাখো। এরপর এই মুরগিটার ওপরে চাকু দিয়ে চিড়ে নাও, যাতে মসলাগুলো মাংসের ভেতরে ঢোকে। মুরগিটাতে মরিচগুঁড়া মাখিয়ে নাও। এবার কাজুবাদাম, আমন্ড, পোস্তা, জিরা শুকনো খোলায় ভেজে নিয়ে বেটে নাও। এবার একটা বড় পাত্রে তেল দিয়ে তাতে পেঁয়াজকুচিটা ভেজে নিয়ে তার মধ্যে রসুনবাটা, আদাবাটা, টমেটোকুচি, জিরাগুঁড়া, মরিচগুঁড়া, হলুদগুঁড়া, ধনেগুঁড়া, লবণ, ফেটানো টক দই দিয়ে ভালো করে একসঙ্গে কষাও।

তারপর এতে কাজুবাদামবাটা, পোস্তবাটা, আমন্ড বাটা, জিরাবাটা, ১/২ চা-চামচ গোলাপজল, ১/২ চা-চামচ কেওড়া জল, ১/২ চা-চামচ জয়ত্রীগুঁড়া আর ১/২ চা-চামচ জায়ফলগুঁড়া দিয়ে ভালো করে একসঙ্গে মেশাও। এবারে মুরগিটাকে ওই কষানো মসলার মধ্যে দিয়ে ভালো করে কষাও। তারপর ঢেকে দিয়ে রান্না করো। মাঝে মুরগিটা উল্টিয়ে দাও। মুরগিটা সেদ্ধ হয়ে এলে তাতে বাকি গোলাপজল, কেওড়া জল, জয়ত্রীগুঁড়া, জায়ফলগুঁড়া, আর ঘি ছড়িয়ে নামিয়ে নাও।

 

ছবি- ইন্টারনেট

০ মন্তব্য করো
0 FacebookTwitterPinterestEmail
হেঁসেল

চিকেন মালাই কাবাব

করেছে Rodoshee Magazine আগস্ট ৮, ২০১৮

যারা আমিষ খাবার খেতে পছন্দ করে, তাদের কাছে চিকেন অন্যতম প্রিয় খাদ্য। সারা পৃথিবীজুড়ে বিভিন্ন স্বাদের চিকেন রান্না হয়। আজ তেমনি একটা জনপ্রিয় রেসিপি দেওয়া হল-

প্রয়োজনীয় উপকরণ: 

১৪ টি ছোট চিকেনের টুকরো (তুমি ইচ্ছা করলে টুকরোগুলি দই মাখিয়ে রাখতে পারো), ১ চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা, এক চিমটি জায়ফল গুঁড়া, এক চামচ এলাচের গুঁড়া, ১/২ চামচ গোল মরিচের গুঁড়া, ২ চামচ লেবুর রস, ১ কাপ ক্রিম চিজ, ১ চামচ কর্ন ফ্লাওয়ার, স্বাদানুসারে লবণ।

প্রণালী:

১৮০ ডিগ্রি সেলসিয়াসে ওভেন প্রি-হিট করে নাও। চিকেনের টুকরোগুলো একটা পাত্রে রাখো। আদা বাটা, রসুন বাটা, জায়ফল গুঁড়া, এলাচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ ও লেবুর রস এর সাথে ক্রিম চিজ, কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ভালো করে মেখে নাও। এর মধ্যে চিকেনের টুকরোগুলি দিয়ে ভালো করে মাখিয়ে নাও। এরপর এক ঘন্টা ম্যারিনেট এর জন্য রেখে দাও। চিকেনের টুকরো গুলি একটা শিকে গেঁথে একটু তেল মাখিয়ে নাও। এবার ট্রের ওপর সাজিয়ে প্রি-হিট করা ওভেনে ঢুকিয়ে দাও, ২০ মিনিট অপেক্ষা করো, যতক্ষন না সোনালী হয়ে আসবে। এবার প্লেটে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করো, সঙ্গে ধনেপাতার চাটনিও দিতে পারো।

এনডিটিভি অবলম্বণে লিখেছেন, নাসরিন প্রিয়া

রোদসী/আরএস

০ মন্তব্য করো
1 FacebookTwitterPinterestEmail
হেঁসেল

মজাদার হট চকলেট

করেছে Rodoshee Magazine আগস্ট ৫, ২০১৮

খুব সহজেই তৈরি করে নাও হট চকলেট। তোমার জন্য এই সহজ  রেসিপি। জেনে নাও কীভাবে তৈরি করবে হট চকলেট।

উপকরণ:

১ কাপ দুধ, ১কাপ চকলেট, ২-৩ টেবিল চা চামচ কোকোয়া পাউডার, ১/২ কাপ চিনি গুঁড়া, প্রয়োজনমতো দারুচিনি, পছন্দমতো ভেনিলা।

প্রণালী:

প্রথমে একটি পাত্রে ১ কাপ দুধ গরম করে নাও, এরপর দুধের  মধ্যে চকলেট ভালো করে মিশিয়ে নাও। চিনিগুঁড়া, দারুচিনি, ভেনিলা দিয়ে নাড়তে থাকো। ফুটে এলে গরম গরম কাপে পরিবেশন করো।

 রোদসী/এনপি/আরএস

০ মন্তব্য করো
0 FacebookTwitterPinterestEmail
হেঁসেল

সুস্বাদু হানি চিকেন রেসিপি

করেছে Rodoshee জুলাই ২, ২০১৮

রেস্টুরেন্টের দারুণ সুস্বাদু খাবার কে না পছন্দ করে? তাই বলে রোজ রোজ তো আর বাইরে খাওয়া সম্ভব নয়। আজ থাকছে তেমনই এক চিকেন রেসিপি, যা হার মানাবে যেকোনো রেস্টুরেন্টের রেসিপিকে।
উপকরণ:

  • চিকেন ৫০০ গ্রাম (ছোট টুকরো করা)
  • কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • সয়া সস ১ টেবিল চামচ
  • মধু ৪ টেবিল চামচ
  • চিলি সস ২ টেবিল চামচ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • অর্ধেকটা ভাজা সাদা গোটা তিল ১ চামচ
  • গোলমরিচ গুঁড়ো
  • মাখন
maxresdefault (1)

হানি চিকেন

প্রণালী:

  • সব মশলা দিয়ে চিকেন মাখিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখো।
  • একটি প্রি-হিটেড ওভেনে বেকিং শিটের ওপর টুকরোগুলো সাজিয়ে ২০-২৫ মিনিট ১৮০-২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে রোস্ট করো।
  • মাঝে তেল বা মাখন ছড়িয়ে উল্টিয়ে দাও।
  • যাঁদের ওভেন নেই তাঁরা একটি ফ্রাই প্যানে মাখন  দিয়ে ভালোভাবে গরম করো । ধোঁয়া উঠলে মাংসের টুকরো গুলি দিয়ে দাও।
  • তারপর আগুনের তাপ কমিয়ে ফ্রাই প্যানের মুখ ঢেকে দাও। মাঝে মাঝে ঢাকা খুলে মাখন ছড়িয়ে উল্টে দেবে।
  • মাংসের টুকরোগুলো বাদামি হয়ে আসলে নামিয়ে নাও।
  • প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করো।

রোদসী/আরএম

০ মন্তব্য করো
0 FacebookTwitterPinterestEmail
নতুন লেখা
আগের লেখা

পোর্টফোলিও

প্রকাশিত সংখ্যা

রোদসীর পছন্দ

  • ঘরেই বানিয়ে নাও মেকআপ সেটিং স্প্রে

তুমিই রোদসী

  • আলোয় ভুবন ভরা







rodoshee logo

© স্বত্ব রোদসী ২০১৪ - ২০২১
সম্পাদক ও প্রকাশক:   সাবিনা ইয়াসমীন
৯১/এ, প্রথম ও দ্বিতীয়তলা, ব্লক-এফ, রোড-৩, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮০-২-৫৫০৪১০৪৬-৪৮, ই-মেইল: info@rodoshee.com

রোদসী

রোদসী

ক্যাটাগরি

আর্কাইভ

@2014-2018 -রোদসী. All Right Reserved.

রোদসী
  • হোম
  • লাইফস্টাইল
  • রূপ ও ফ্যাশন
  • রোমান্স
  • কালচার
  • নারী
    • সাফল্য
    • সম্ভাবনা
    • সংগ্রাম
    • সমস্যা
Facebook