ভোরবেলার চারিদিকের অন্ধকারাচ্ছন্ন মুখরতা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের সাথে মেঘের লুকোচুরি খেলা; বিকালবেলার ম্লান আলোয় এক কাপ ধোঁয়া ওঠা চায়ের কাপ, গোধুলিলগ্নে সূর্যের বাড়ি ফেরায় প্রকৃতির সেই লাজুক সন্ধ্যা; কিংবা কুয়াশার চাদরে জড়ানো সোডিয়ামের আলোয় রাতের নিস্তব্ধতা- সাধারণত সৌন্দর্যমুখর এই পরিবেশ সৃষ্টিকারী ঋতুকেই আমরা শীতকাল বলে সম্বোধন করে থাকি। শীতকালে প্রকৃতি যেন এক অপার রূপের পসরা সাজিয়ে বসে প্রত্যন্ত গ্রাম থেকে আধুনিক শহরের চৌহদ্দি পর্যন্ত। আকাশচুম্বী অট্টালিকার গায়ে কুয়াশা যেমন ঝুলে থাকে ঠিক তেমনি ছনের ঘরে ছাউনিকেও দৃষ্টিসীমার আড়াল করে রাখে। আবার, ক্ষেতের আল ধরে কৃষকের ছুটে চলা আমাদের যেমন ভাবনার খোরাক যোগায় তেমনি শহুরে ব্যস্ততার প্রস্তুতির নেয়া লোকটাকে দেখেও শীতের তীব্রতা টের পাওয়া যায়। আর যেহেতু, এই শীতে প্রকৃতির এক অপার সৌন্দর্যের দ্বার উন্মোচন করে তাই ফটোগ্রাফাররাও উন্মুখ হয়ে থাকে এই রূপকে ফ্রেমবন্দি করতে। তেমনি এক ফটোগ্রাফারের শীতের সৌন্দর্য খোঁজার ফটোগুলো নিয়েই আজকের ফটো ফিচার পাঠকদের জন্যে।

হোক কর্মক্ষেত্র হোক স্কুল দূর-দূরান্ত থেকে এভাবেই কুয়াশার চাদর ছিঁড়ে এগিয়ে চলে আগামীর পথিক। ছবি কৃতজ্ঞতা: AB Momin

পেছনের কুয়াশাকে মাড়িয়ে এভাবেই জীবনের তাগিদে এগিয়ে যেতে হয় গ্রাম্য মানুষজনদের। ছবি কৃতজ্ঞতা: AB Momin
লেখা: রোদসী ডেস্ক